মোদির সাক্ষাৎকারের পরই ঘর গোছাতে আসরে নেমে পড়ে কংগ্রেসও ৷ গত লোকসভায় বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে মোদির মূল প্রতিশ্রুতি ছিল কালো টাকা ফিরিয়ে এনে, দেশের প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ৷ এদিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পরেই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা বলেন, ‘‘৫৫ মাস আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কোথায়? ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবেন বলেছিলেন, তা কোথায়? ৮০ লক্ষ কোটি টাকার কালো টাকা কোথায় গেল? প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল?’’
advertisement
আরও পড়ুন: GST- গব্বর সিং ট্যাক্স : কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদি
শুধু তাই নয়, জিএসটি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে এদিনও সরব হয় কংগ্রেস ৷ ফের জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে ব্যঙ্গ করে কংগ্রেস প্রশ্ন তোলে জিএসটি-র নামে ব্যবসায় ধাক্কা দেওয়া হল কেন? কালো টাকার নামে যে ধাক্কা দেওয়া হয়েছে তার জবাব কবে দেবেন মোদি?
আরও পড়ুন: নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নয়, একবছর আগেই কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে বলেছিলাম : মোদি
পাশাপাশি, দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা প্রসঙ্গে সূর্যওয়ালা বলেন, ৫৫ মাসে ৪২৮ জওয়ান শহিদ হয়েছেন ৷ ২৬৮ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ কোথায় গেল আচ্ছে দিন? মোদির কাছে পের জবাব চাইল কংগ্রেস ৷