TRENDING:

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধি

Last Updated:

কর্ণাটক বিধানসভা নির্বাচনের কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধি ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ দলের কর্মীদের নিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধি ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ দলের কর্মীদের নিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি ৷
advertisement

আরও পড়ুন :  পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী

ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছেন ১৫ থেকে ২০ লক্ষ কর্মসংস্থানের ৷ কংগ্রেসের নির্বচনী ইস্তাহারে ভোটারদের মন জয় করার সব উপাদানই আছে ৷ যুবক-যুবতীদেরকে সময়ের সঙ্গে চলার উপযোগী করে তুলতেই স্মার্টফোন দেওয়া হবে তাদের ৷

তিনি আরও জানিয়েছেন গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি বেশিরভাগই পালন করেছে দল ৷ এবারও তাঁরা ক্ষমতায় ফিরলে উন্নত পরিষেবা ও উন্নয়নের ওপরই জোর দেবেন ৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল ৷

advertisement

আরও পড়ুন :  সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন একই পরিবারের ৩ জন

রাহুল একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন ওদের মতো আমরা মানুষের ওপর নিজেদের দর্শন চাপিয়ে দিই না। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয় ৷ বিজেপি ও সংঘ পরিবারকে একযোগে আক্রমণ করে বলেছেন বিজেপির নির্বাচনী ইস্তাহার তৈরি করেন দু-তিনজন মিলে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী ১২ মে, ফলাফল ১৫ মে ৷ তাই এই মুহূর্তে সবারই নজরে দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্য ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধি