আরও পড়ুন : পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী
ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছেন ১৫ থেকে ২০ লক্ষ কর্মসংস্থানের ৷ কংগ্রেসের নির্বচনী ইস্তাহারে ভোটারদের মন জয় করার সব উপাদানই আছে ৷ যুবক-যুবতীদেরকে সময়ের সঙ্গে চলার উপযোগী করে তুলতেই স্মার্টফোন দেওয়া হবে তাদের ৷
তিনি আরও জানিয়েছেন গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি বেশিরভাগই পালন করেছে দল ৷ এবারও তাঁরা ক্ষমতায় ফিরলে উন্নত পরিষেবা ও উন্নয়নের ওপরই জোর দেবেন ৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল ৷
advertisement
আরও পড়ুন : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন একই পরিবারের ৩ জন
রাহুল একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন ওদের মতো আমরা মানুষের ওপর নিজেদের দর্শন চাপিয়ে দিই না। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয় ৷ বিজেপি ও সংঘ পরিবারকে একযোগে আক্রমণ করে বলেছেন বিজেপির নির্বাচনী ইস্তাহার তৈরি করেন দু-তিনজন মিলে ৷
কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী ১২ মে, ফলাফল ১৫ মে ৷ তাই এই মুহূর্তে সবারই নজরে দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্য ৷