রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, 'রাজধর্মকে রক্ষার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করতে আমরা রাষ্ট্রপতির কাছে আর্জি জানালাম৷' দিল্লি হিংসার তীব্র নিন্দাও করেন তিনি৷ বিজেপি ও দিল্লির আপ সরকারকে একযোগে আক্রমণ করে সনিয়া বলেন, 'গোটা হিংসায় কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার ছিল নীরব দর্শক৷'
বুধবার থেকেই কংগ্রেস অমিত শাহের ইস্তফার দাবি জানাচ্ছে৷ ৪ দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জেরে ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এ দিন কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়, তাতে বলা হয়ছে, 'রাষ্ট্রপতিজি, আপনি সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাধারী৷ দয়া করে কেন্দ্রকে রাজধর্ম রক্ষা করতে বলুন৷ সব সরকারের উচিত রাজধর্মের রক্ষা করা৷'
কংগ্রেসের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধি বুধবার বলেন, ‘দিল্লি হিংসার জন্য শুধু কেন্দ্রই নয় সমানভাবে দায়ী দিল্লির কেজরি সরকারও ৷ গত ৭২ ঘণ্টা ধরে নিস্ক্রিয় হয়ে রয়েছে দিল্লি পুলিশ ৷ তারা পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ ৷ আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এর পিছনে ৷’