TRENDING:

Kamal Nath: দু দিন ধরে টানটান নাটক, কী করবেন কমল নাথ? এবার বড় দাবি কংগ্রেসের

Last Updated:

একটি সূত্রের খবর, কমল নাথের যোগদান নিয়ে বিজেপির অন্দরেও একাংশের আপত্তি ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিচ্ছেন না মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ৷ কমল নাথ কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন, গত শনিবার থেকে এমন খবর ছড়িয়েছিল৷ রবিবার অবশ্য কংগ্রেস নেতৃত্ব দাবি করল, দল ছাড়বেন না বলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন কমল নাথ৷ তবে তাঁর পুত্র নকুলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত নিশ্চিত বলেই সূত্রের খবর৷
কংগ্রেসেই থাকছেন কমল নাথ? ছবি- পিটিআই
কংগ্রেসেই থাকছেন কমল নাথ? ছবি- পিটিআই
advertisement

কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এনডিটিভি-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেছেন, কমল নাথ কংগ্রেসেই থাকছেন৷ একই দাবি করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারিও৷ তাঁর দাবি, কমল নাথের বিজেপিতে যোগদানের খবর পুরোটাই গুজব৷

আরও পড়ুন: দেখে মনে হবে সবুজ কার্পেট! দিঘার বিচে আসলে মরণফাঁদ, পা দিলেই বিপদ

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পর প্রদেশ সভাপতির পদ থেকে সরানো হয় কমল নাথকে৷ সেই ক্ষোভ থেকেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর ছড়িয়েছিল৷

advertisement

রবিবার অবশ্য মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি দাবি করেন, আমি কমল নাথের সঙ্গে কথা বলেছি৷ উনি আমাকে জানিয়েছেন এসব খবর নেহাতই গুজব৷ উনি মনেপ্রাণে একজন কংগ্রেসের মতাদর্শে বিশ্বাস করা মানুষ এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই করবেন৷ উনি নিজেই একথা জানিয়েছেন৷

তবে অন্য একটি সূত্রের খবর, কমল নাথের যোগদান নিয়ে বিজেপির অন্দরেও একাংশের আপত্তি ছিল৷ এর মূল কারণ, ১৯৮৪-র শিখ বিরোধী হিংসার সঙ্গে কমল নাথের নাম জডিত থাকা৷ তবে কমল নাথের পুত্র এবং সাংসদ নকুলের যোগদান নিয়ে বিজেপির কোনও সমস্যা ছিল না৷ তবে গোটা বিষয়টি বিজেপি শীর্ষ নেতৃত্বের বিবেচনাধীন ছিল৷ এরই মধ্যে কমল নাথ দল ছাড়ছেন না বলে দাবি করল কংগ্রেস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এমনিতেই ইন্ডিয়া জোটের একের পর এক শরিকের থেকে ধাক্কা খেয়ে লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট কোণঠাসা অবস্থা কংগ্রেসের৷ তার মধ্যে কমল নাথও দল ছাড়লে তা আরও বড় অস্বস্তির কারণ হত৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধরে রাখতে তাই মরিয়া ছিল কংগ্রেস হাইকম্যান্ড৷ কারণ কমল নাথ বিজেপিতে যোগ দিলে মধ্যপ্রদেশে কমল নাথ ঘনিষ্ঠ দলের বেশ কয়েকজন বিধায়কেরও দল বদলের সম্ভাবনা প্রবল ছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kamal Nath: দু দিন ধরে টানটান নাটক, কী করবেন কমল নাথ? এবার বড় দাবি কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল