এ দিন আরজেডি-র তরফে একটি ভিডিও ট্যুইট করে অভিযোগ করা হয়, কোনওরকম ছাড়পত্র বা পরীক্ষা ছাড়াই এক ট্রাকভর্তি ইভিএম আরাহ-এর একটি গণনাকেন্দ্রে ঢোকানো হচ্ছে৷ কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা সেই ভিডিওটি রিট্যুইট করেন৷ তবে সরাসরি কারচুপির অভিযোগ করেননি তিনি৷ শত্রুঘ্নের পুত্র এবং বাঁকিপুর আসনের প্রার্থী লভ সিনহা অবশ্য অভিযোগ করেন, কারচুপি ছাড়া বিজেপি ভোটে জিততে পারে না৷ আরজেডি সমর্থকরাও ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান৷
advertisement
যদিও নির্বাচন কমিশন এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে৷ কমিশনের তরফে পাল্টা বলা হয়, অতীতেও একই ভাবে বার বার ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্টও একাধিকবার ইভিএম নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে৷ ২০১৭ সালে রাজনৈতিক দলগুলিকেও ইভিএম-এ কারচুপির প্রমাণ দিতে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন৷ ফলে নতুন করে ইভিএম নিয়ে নতুন করে আর কোনও ব্যাখ্যা দেওয়ার নেই বলেই কমিশনের কর্তাদের দাবি৷ ইভিএম-এ কোনও ভাবেই কারচুপি করা সম্ভব নয় বলেই দাবি করেছে কমিশন৷