ট্যুইটারে অমিত শাহ লিখেছেন, 'এই রায়ের পর কংগ্রেস ও তার নেতার, যাঁর কাছে রাজনীতি জাতীয় স্বার্থের ঊর্ধ্বে, তাঁর উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া৷ যে সব দল ও তার নেতারা রাফাল নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছে, তাদের উত্তর হল সুপ্রিম কোর্টের রায়৷ এই রায় আবার প্রমাণ করল, মোদি সরকারের নথি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত৷'
advertisement
রাফাল রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ নরেন্দ্র মোদি সরকারকে ক্লিনচিট দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রাফাল চুক্তিতে এফআইআর-এর কোনও প্রয়োজনই নেই৷ রাফাল নিয়ে কোনও তদন্তের দরকার নেই৷ একই সঙ্গে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভবিষ্যতে যে কোনও মন্তব্যে সংযত ও সতর্ক হতে হবে তাঁকে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 4:31 PM IST