TRENDING:

২০১৬ বিধানসভা ভোট, সারা দেশে ক্রমশ আবছা কংগ্রেসের গ্রাফ

Last Updated:

পশ্চিমবঙ্গে নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট আটকাতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ ৷ এরই ফাঁকে বামেদের ভরাডুবির ফলে বঙ্গে কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হিসেবে উদ্ভূত হলেও সর্বভারতীয় স্তরে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গে নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট আটকাতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ ৷ এরই ফাঁকে বামেদের ভরাডুবির ফলে বঙ্গে কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হিসেবে উদ্ভূত হলেও সর্বভারতীয় স্তরে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷
advertisement

পশ্চিমবঙ্গ বাদে বাকি চারটে রাজ্যে কংগ্রেসের ফল একদমই আশাপ্রদও নয় ৷ আসাম ও কেরলে ক্ষমতাচ্যুত কংগ্রেস ৷ মোদি ম্যাজিক ভ্যানিশ হয়ে যাওয়া সত্ত্বেও আসামে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এল বিজেপি ৷ অন্যদিকে, বাংলায় বামেদের থেকে বেশি আসন পেলেও কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন UDF-কে ক্ষমতাচ্যুত করে সরকার গড়ল সিপিএমের নেতৃত্বাধীন LDF ৷ তামিলনাড়ুতে জোটসঙ্গী DMK-এর সঙ্গেই ভরাডুবি ঘটেছে কংগ্রেসের ৷ দ্বিতীয়বারের জন্য তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে চলেছে ‘আম্মা’ জয়ললিতার AIDMK ৷

advertisement

সর্বভারতীয় চিত্রটা দেখলে এটা পরিষ্কার দেশের মানচিত্র থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷ আসাম ও কেরালায় হারের পর ভারতের ৩০টি রাজ্যের মধ্যে মাত্র ৬টি রাজ্য কংগ্রেস শাসিত ৷ রাজনৈতিক ডামাডোলের পর সম্প্রতি উত্তরাখণ্ডে নিজেদের সরকার ধরে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস ৷ একের পর এক নির্বাচনে হারের পর এই মুহূর্তে কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷

advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক অতীতে এটাই কংগ্রেসের সবচেয়ে খারাপ ফল ৷ কেন্দ্রে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরও ১১টি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ৷ কিন্তু কেন্দ্রে ক্ষমতা হারানোর পর রাজ্যগুলিতেও গুরুত্ব হারাতে বসেছে কংগ্রেস ৷

এরপর ২০১৭ সালে উত্তরাখণ্ড সহ গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন ৷ সর্বভারতীয় স্তরে নিজেদের অস্তিত্ব সংকট কাটাতে এই রাজ্যগুলিতে জিততেই হবে কংগ্রেসকে ৷ যদিও সম্প্রতি উত্তরাখণ্ডে আস্থা ভোটে জিতে সরকারে ফিরে আসার পর বিজয়ী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের গলায় শোনা গিয়েছে সেই আত্মবিশ্বাসের সুর ৷

advertisement

অতীতের সমস্ত রাজনৈতিক সমীকরণ ভুলে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর মধ্যে যদিও বামেদের স্বার্থই ছিল বেশি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে মসনদে ফেরার মরিয়া প্রচেষ্টা ছিল বঙ্গে বাম-কং জোট ৷ এতে বামেদের ভরাডুবি হলেও লাভবান হয়েছে কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনে ৪৪টি আসন পেয়ে রাজ্যের প্রধান বিরোধী শক্তি এখন তারাই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধীরে ধীরে জাতীয় রাজনীতির চোরাস্রোতে হারিয়ে যেতে বসেছে রাহুল গান্ধির কংগ্রেস ৷ সর্বভারতীয় স্তরে অস্তিত্ব সংকট কাটিয়ে পায়ের তলার জমি খুঁজে পেতে এখন মরিয়া এই দল ৷ কতটা সফল হবে তারা , সে জবাব পেতে অপেক্ষা করতে হবে আগামী তিন বছরের বিভিন্ন রাজ্যের বিধানসভা ফলের উপর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
২০১৬ বিধানসভা ভোট, সারা দেশে ক্রমশ আবছা কংগ্রেসের গ্রাফ