TRENDING:

২০১৬ বিধানসভা ভোট, সারা দেশে ক্রমশ আবছা কংগ্রেসের গ্রাফ

Last Updated:

পশ্চিমবঙ্গে নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট আটকাতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ ৷ এরই ফাঁকে বামেদের ভরাডুবির ফলে বঙ্গে কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হিসেবে উদ্ভূত হলেও সর্বভারতীয় স্তরে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গে নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট আটকাতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ ৷ এরই ফাঁকে বামেদের ভরাডুবির ফলে বঙ্গে কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হিসেবে উদ্ভূত হলেও সর্বভারতীয় স্তরে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷
advertisement

পশ্চিমবঙ্গ বাদে বাকি চারটে রাজ্যে কংগ্রেসের ফল একদমই আশাপ্রদও নয় ৷ আসাম ও কেরলে ক্ষমতাচ্যুত কংগ্রেস ৷ মোদি ম্যাজিক ভ্যানিশ হয়ে যাওয়া সত্ত্বেও আসামে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এল বিজেপি ৷ অন্যদিকে, বাংলায় বামেদের থেকে বেশি আসন পেলেও কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন UDF-কে ক্ষমতাচ্যুত করে সরকার গড়ল সিপিএমের নেতৃত্বাধীন LDF ৷ তামিলনাড়ুতে জোটসঙ্গী DMK-এর সঙ্গেই ভরাডুবি ঘটেছে কংগ্রেসের ৷ দ্বিতীয়বারের জন্য তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে চলেছে ‘আম্মা’ জয়ললিতার AIDMK ৷

advertisement

সর্বভারতীয় চিত্রটা দেখলে এটা পরিষ্কার দেশের মানচিত্র থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে কংগ্রেস ৷ আসাম ও কেরালায় হারের পর ভারতের ৩০টি রাজ্যের মধ্যে মাত্র ৬টি রাজ্য কংগ্রেস শাসিত ৷ রাজনৈতিক ডামাডোলের পর সম্প্রতি উত্তরাখণ্ডে নিজেদের সরকার ধরে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস ৷ একের পর এক নির্বাচনে হারের পর এই মুহূর্তে কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷

advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক অতীতে এটাই কংগ্রেসের সবচেয়ে খারাপ ফল ৷ কেন্দ্রে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরও ১১টি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ৷ কিন্তু কেন্দ্রে ক্ষমতা হারানোর পর রাজ্যগুলিতেও গুরুত্ব হারাতে বসেছে কংগ্রেস ৷

এরপর ২০১৭ সালে উত্তরাখণ্ড সহ গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন ৷ সর্বভারতীয় স্তরে নিজেদের অস্তিত্ব সংকট কাটাতে এই রাজ্যগুলিতে জিততেই হবে কংগ্রেসকে ৷ যদিও সম্প্রতি উত্তরাখণ্ডে আস্থা ভোটে জিতে সরকারে ফিরে আসার পর বিজয়ী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের গলায় শোনা গিয়েছে সেই আত্মবিশ্বাসের সুর ৷

advertisement

অতীতের সমস্ত রাজনৈতিক সমীকরণ ভুলে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর মধ্যে যদিও বামেদের স্বার্থই ছিল বেশি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে মসনদে ফেরার মরিয়া প্রচেষ্টা ছিল বঙ্গে বাম-কং জোট ৷ এতে বামেদের ভরাডুবি হলেও লাভবান হয়েছে কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনে ৪৪টি আসন পেয়ে রাজ্যের প্রধান বিরোধী শক্তি এখন তারাই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ধীরে ধীরে জাতীয় রাজনীতির চোরাস্রোতে হারিয়ে যেতে বসেছে রাহুল গান্ধির কংগ্রেস ৷ সর্বভারতীয় স্তরে অস্তিত্ব সংকট কাটিয়ে পায়ের তলার জমি খুঁজে পেতে এখন মরিয়া এই দল ৷ কতটা সফল হবে তারা , সে জবাব পেতে অপেক্ষা করতে হবে আগামী তিন বছরের বিভিন্ন রাজ্যের বিধানসভা ফলের উপর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
২০১৬ বিধানসভা ভোট, সারা দেশে ক্রমশ আবছা কংগ্রেসের গ্রাফ