মধ্যপ্রদেশের রাজ্য কংগ্রেসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথের মধ্যে যে ঠাণ্ডা লড়াই আছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ সেই লড়াই নতুন মোড় নিতে চলেছে এবার৷ ক’দিন আগেই সিন্ধিয়া বলেছিলেন, শিক্ষকদের দাবিদাওয়া মেটানোর বিষয়ে যদি কমলনাথ সরকার দ্রুত পদক্ষেপ না করে, তাহলে নিজের দলের বিরুদ্ধেই রাস্তায় নামবেন তিনি৷ মানে, লড়াই চলে এসেছিল প্রকাশ্যে৷
advertisement
যদিও, দু’দিন আগেই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভা রদবলদের বিষয়ে আলোচনা করে এসেছেন মুখমন্ত্রী কমলনাথ৷ কিন্তু তারপরেই হঠাৎ সিন্ধিয়া শিবিরের কংগ্রেস নেতারা ক্ষেপে উঠেছেন৷
যদিও এমন চিত্র খুব একটা নতুন নয়৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্য সরকারের নেতারা এভাবেই নানা সময়ে উধাও হয়ে যেতেন৷ কর্নাটকেও এমন নাটক বারবার হয়েছে৷ যদিও, মধ্যপ্রদেশ সরকার শেষ পর্যন্ত এই ধাক্কায় পড়ে যায় কি না, এখন সেটাই দেখার৷