চাঞ্চ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুণের পিম্প্রি-চিঞ্চওয়াড়ে৷ গত ২৭ মার্চ এই ঘটনা ঘটে৷ এর পরই পুলিশে অভিযোগও দায়ের করে ওই গাড়ি নির্মাতা সংস্থার কর্তৃপক্ষ৷ তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে ক্যান্টিনে শিঙারা সরবরাহকারী সংস্থার দুই কর্মী এবং ছাড়াও তিন জন রয়েছে৷
আরও পড়ুন: কতটা বাড়বে গরমে দাপট, কবে কোন জেলায় ঝড়বৃষ্টি? বড় আপডেট দিল হাওয়া অফিস
advertisement
জানা গিয়েছে, ওই সংস্থায় আগে খাবার সরবরাহের বরাত করত যে সংস্থা, খাবারে ভেজাল মেশানোর অভিযোগে তাদের চুক্তি বাতিল করা হয়৷ সেই রাগেই প্রতিশোধ নিতে চুক্তি বাতিল হওয়া ওই সংস্থার তিন মালিক মিলে এই ষড়যন্ত্রের ছক কষে৷ ওই তিন জনই বর্তমানে শিঙারা সরবরাহের বরাত পাওয়া সংস্থার বদনাম করতে তাদেরই দুই কর্মীকে দিয়ে এই কাণ্ড ঘটায়৷
এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮ (খাবারে বিষ মিশিয়ে কারও ক্ষতি করা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্রের) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷
