জম্মু-কাশ্মীরের সব গ্রামের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানদের ২ লক্ষ টাকা করে বিমা ঘোষণাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিএসএনএল ব্রডব্যান্ড-সহ সব মোবাইল পরিষেবা ও ইন্টারনেট গত ৫ অগাস্ট থেকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে কাশ্মীর উপত্যকায়৷ গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়৷
advertisement
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা কাশ্মীর উপত্যকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, বাধ্য হয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ জঙ্গি ও জঙ্গিদের নেতাদের মধ্যে যাতে যোগাযোগ না-থাকে৷
গত শনিবার অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীরের ঢেলে উন্নয়ন করতে ৩৭০ ধারা বিলোপ দরকার ছিল৷ কাশ্মীরের উন্নয়নের বাধা হয়েছিল ৩৫এ ও ৩৭০ ধারা৷
আরও ভিডিও: বিজেপি টুপি চলবে না, নাতনির কাছে জব্দ হলেন অমিত শাহ, দেখুন ভিডিও