পুরী জেলার পুলিশ সুপার প্রতীক সিংয়ের মতে, শনিবার মন্দিরের কাছে বসে থাকা অবস্থায় স্থানীয় যুবকদের একটি দল ওই তরুণ-তরুণীর ছবি এবং ভিডিও রেকর্ড করে এবং সেগুলি মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করে। ওই দুজন টাকা দিতে অস্বীকার করলে ওই দলটির দুইজন কলেজ ছাত্রীকে ধর্ষণ করে, অন্যরা তার প্রেমিককে আক্রমণ করে এবং তাকে একটি গাছে বেঁধে রাখে।
advertisement
সোমবার সন্ধ্যায় পুরী সদর থানায় অভিযোগ দায়ের করার পর তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ধর্ষণকারী দুইজন পুরুষও রয়েছে, বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের! ১৯৪২টি শূন্যপদে চাকরির সুযোগ
বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সমালোচনা করে সিনিয়র বিজেডি নেতা এবং প্রাক্তন বিধায়ক সঞ্জয় দাস বর্মা মন্দির-সহ পর্যটনকেন্দ্রে কড়া নিরাপত্তার দাবিতে সরব হন। কিছু দিন আগেও গোপালপুর সমুদ্রসৈকতে ধর্ষণের অভিযোগ উঠেছিল, একের পর এক অভিযোগে অস্বস্তিতে পড়ছে ওড়িশার বিজেপি সরকার।