উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে অক্ষয়ের অভিনয় নিয়ে মুগ্ধ বলে জানিয়েছেন। যোগী সিনেমাটির প্রশংসা করেন এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরার জন্য পরিচালক ও কুশীলবদের অভিনন্দন জানান। “অক্ষয় কুমার তাঁর সিনেমায় ভারতের ইতিহাসকে সুন্দরভাবে দেখিয়েছেন। এই কারণেই আমি দলকে অভিনন্দন জানাই,” বলেন যোগী আদিত্যনাথ। একটি হিন্দি ট্যুইটে যোগী জানিয়েছেন, “উত্তরপ্রদেশে সম্রাট পৃথ্বীরাজ করমুক্ত হবে।”
advertisement
আরও পড়ুন- অবিশ্বাস্য! 'নিজেকে খুব ভালোবাসি', তাই নিজেকে নিজেই বিয়ে করার সিদ্ধান্ত যুবতীর!
অক্ষয় কুমার অভিনীত সম্রাট পৃথ্বীরাজ রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। রাজা পৃথ্বীরাজ চৌহানের প্রিয়তমা সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার। সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ। সম্রাট পৃথ্বীরাজ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৩ জুন মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদি আমায় শিখিয়েছিলেন খিচুড়ি কীভাবে রাঁধতে হয়: বিজেপি নেতার স্ত্রী
উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, পরিবহন মন্ত্রী দয়া শঙ্কর সিং, জে পি এস রাঠোর, এ কে শর্মা, নন্দ গোপাল গুপ্ত নন্দী এবং অন্যান্যরাও সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। বুধবার দিল্লিতে সিনেমাটি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অক্ষয় কুমারকে পাশে রেখেই সিনেমাটির প্রশংসা করে অমিত শাহ বলেন, “এই চলচ্চিত্রটি নারীদের সম্মান এবং নারীর ক্ষমতায়ণের ভারতীয় সংস্কৃতিকে চিত্রিত করেছে। গল্পটি এমন একজন বীরকে নিয়ে যিনি আফগানিস্তান থেকে দিল্লি পর্যন্ত লড়াই করেছিলেন। ভারত শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণের বিরুদ্ধে লড়াই করে আসছে।”
চলচ্চিত্রটির প্রচারের সময়, অক্ষয় কুমার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের মতো ভারতীয় রাজাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান। “আমি বলছি না যে আমাদের মুঘলদের সম্পর্কে পড়া উচিত নয়... তবে ভারতীয় রাজাদের সম্পর্কেও শিক্ষা দিয়ে ভারসাম্য বজায় রাখুন। ভারতের রাজারাও দুর্দান্ত ছিলেন,” বলেন অক্ষয় কুমার।