মহারাষ্ট্রে ফড়নবিশ সরকারের শপথ ও তার তিনদিন বাদেই ইস্তফা ৷ এমন জটিল পরিস্থিতির জন্য মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মুখ্যমন্ত্রীর মতে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না ৷ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই অব্যাহত রাজনীতির নাটক ৷ প্রতি মুহূর্তেই চলছে পট পরিবর্তন ৷
সুপ্রিম রায়ের পরই মহানাটকীয় পট-পরিবর্তন। রায়ের কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবীশ। আর আগে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অজিত পওয়ার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অসম্ভব বুঝেই এই সিদ্ধান্ত? বুধবার সকালেই মহারাষ্ট্রে আস্থাভোটের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিজেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি আর আস্থা ভোটে যাবে না ।
advertisement
এরপরই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘দেশের পরিস্থিতির উপর নজর রাখছি ৷ আস্থা ভোট করতে নির্দেশ দিয়েছেন ৷ মাঝরাতে সরকার গড়ার কী দরকার ছিল ৷ রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না ৷ সংবিধান মেনে কাজ করা উচিত ৷ কাউকে না জানিয়ে সরকার গড়া হল ৷ এভাবে সরকার গড়া ঠিক নয় ৷’
দিনক্ষণ হিসাব করলে মেয়াদ সাড়ে তিনদিন। ঘণ্টা - মিনিট ধরলে হিসাব করলে প্রায় ৮০ ঘণ্টার মতো। তারই মধ্যে মহারাষ্ট্র দখলের লড়াই ছাড়ল বিজেপি ৷ বুধবার সকালে মহারাষ্ট্র নিয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শীর্ষ আদালতই বিজেপি - এনসিপি সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়।