TRENDING:

#News18RisingIndia: বিজেপির থেকে এবার কি জাতীয়তাবাদ শিখবে কংগ্রেস ? প্রশ্ন কমলনাথের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: News18India-র বিশেষ অনুষ্ঠান #News18RisingIndia-এ এসে এই প্রশ্নই তুললেন প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ৷  তাঁর বক্তব্য অনুযায়ী, অতীতে কংগ্রেস ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে স্বাধীনতার জন্য ৷ এখন তাদের দলকে লড়তে হচ্ছে চোদের সঙ্গে ! রাইজিং ইন্ডিয়ার মঞ্চে এভাবে বিজেপিকে বিঁধলেন কমলনাথ ৷ পুরনো দল কংগ্রেসের হাত ধরে জাতীয়তাবাদের পাঠ পেয়েছে গোটা দেশ ৷ কমলনাথ বলেন যে যেই বিজেপি দলে কোনও স্বাধীনতা সংগ্রামী নেই সেই দল এখন কংগ্রেসকে জাতীয়তাবাদ শেখাবে ? প্রশ্ন তোলেন প্রবীন কংগ্রেস নেতা ৷
advertisement

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন যে তাঁদের দলের কারও ছাতি ৫৬ ইঞ্চি নয় কিন্তু আর তাদের নিয়ে মজা করা যাবে না ৷ বিশেষ করে পাঁচ রাজ্যের নির্বাচনের পর কংগ্রেস প্রমাণ করেছে যে তাদের শক্তি কতটা ৷

আরও পড়ুন News18RisingIndia: দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র সাধু-সন্ন্যাসীদের সৎসঙ্গ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তিনি আরও বলেন যে দেশ কৃষি নির্ভর, সে দেশের কতজন মন্ত্রী গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন ? নির্বাচনের ২ মাস আগে কেন কৃষকদের জন্য বিশেষ প্রকল্পের সূচনা করা হল ? ভোট এগিয়ে আসতেই কি কৃষকদের কথা মনে পড়ল বিজেপি সরকারের যে কারণে কৃষকদের হাতে ২হাজার টাকা করে তুলে দেওয়া হচ্ছে ৷ Network18-এর বিশেষ অনুষ্ঠানে এসে এমনই নানাবিধ প্রশ্ন তিনি ছুড়ে দেন বিজেপি সরকারের উদ্যেশে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#News18RisingIndia: বিজেপির থেকে এবার কি জাতীয়তাবাদ শিখবে কংগ্রেস ? প্রশ্ন কমলনাথের