TRENDING:

Heart Attack: হাঁটতে হাঁটতেই স্কুলের গেটে লুটিয়ে পড়ল ছাত্রী, কয়েক মিনিটে সব শেষ! ১৬ বছরে প্রাণ কাড়ল হার্ট অ্যাটাক?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দ্রাবাদ: হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছিল দশম শ্রেণির ছাত্রীর৷ স্কুলের সামনেও পৌঁছে গিয়েছিল সে৷ স্কুলে ঢোকার ঠিক মুখে আচমকাই গেটের সামনে লুটিয়ে পড়ল ওই ছাত্রী৷ তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত চিকিৎসাও শুরু হয়৷ দ্বিতীয় একটি হাসপাতালেও পাঠানো হয় ছাত্রীকে৷ সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি ওই ছাত্রীর৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

স্তম্ভিত করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়৷ মৃত ওই ছাত্রীর নাম শ্রী নিধি৷ কামরেড্ডির একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল সে৷ বাড়ি দূরে হওয়ায় স্কুলের কাছেই থাকত ওই ছাত্রী৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলের কাছে পৌঁছতেই বুকে ব্যথা অনুভব করে ওই ছাত্রী৷ এর পরই স্কুলের গেটের কাছেই লুটিয়ে পড়ে ওই ছাত্রী৷

advertisement

আরও পড়ুন: হুবহু যেন ট্যাংরা, বীরভূমের ঘরে মিলল এক মহিলা-দুই নাবালিকার রক্তাক্ত দেহ! কী ঘটেছে? জেনে শিউরে উঠবেন

ওই ছাত্রী পড়ে যেতেই তা চোখে পড়ে স্কুলের এক শিক্ষকের৷ সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক ভাবে ওই ছাত্রীকে স্কুলের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেন চিকিৎসকরা৷ কিন্তু তাতেও ওই ছাত্রী সাড়া না দেওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে রেফার করা হয়৷ সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছে ওই ছাত্রী৷

advertisement

ছাত্রীর এই পরিণতিতে রীতিমতো স্তম্ভিত তার সহপাঠী এবং শিক্ষকরা৷ এত কম বয়সে কেউ যে হৃদরোগে আক্রান্ত হতে পারে, তা কল্পনাই করতে পারছেন না কেউ৷ ওই ছাত্রীর গ্রামের বাড়িতে তার দেহ পাঠানো হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে বইয়ের ভান্ডার, বেলডাঙায় স্কুলপড়ুয়াদের নয়া উদ্যোগ
আরও দেখুন

কয়েকদিন আগেই আলিগড়ের সিরৌলি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া স্কুলের স্পোর্টসের প্রস্তুতি নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়৷ একই ভাবে আলিগড়েরই ৮ বছর বয়সি এক বালিকাও বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: হাঁটতে হাঁটতেই স্কুলের গেটে লুটিয়ে পড়ল ছাত্রী, কয়েক মিনিটে সব শেষ! ১৬ বছরে প্রাণ কাড়ল হার্ট অ্যাটাক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল