রবিবার হাড় হিম করা এই ঘটনা ঘটেছে ত্রিপুরার ধলাই জেলায়৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধলাই জেলার কমলপুর থানার পুলিশ৷
প্রতিবেশীরা জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল অভিযুক্ত কিশোর৷ মাঝে মধ্যেই বাবা-মায়ের থেকে গেম খেলার জন্য টাকা চাইত সে৷ তা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাঁধত তার৷ যা কানে আসত প্রতিবেশীদের৷
আরও পড়ুন: মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন
advertisement
জানা গিয়েছে, রবিবার এই সংক্রান্ত অশান্তির জেরেই নিজের মা, বোন এবং দাদুকে খুন করে ওই কিশোর৷ প্রথমে মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে তার পর তিনজনকে কুপিয়ে খুন করে সে৷ ওই কিশোর যখন এই কাণ্ড ঘটাচ্ছে তখনই জল খাওয়ার জন্য তাদের বাড়িতে আসেন এক প্রতিবেশী৷ তখন তাঁকেও একই ভাবে ওই কিশোর খুন করে বলে অভিযোগ৷ খুনের সময় নবম শ্রেণির ওই ছাত্র বাড়িতে জোরে সাউন্ড সিস্টেম চালিয়ে দিয়েছিল৷ ফলে প্রতিবেশীরাও কিছু টের পাননি৷
খুনের পর চারটি দেহ লোপাটেরও চেষ্টা করে ওই কিশোর৷ এর জন্য বাড়ির পাশেই বিরাট গর্ত খোঁড়ে সে৷ কিন্তু শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি৷ রাতেই অভিযুক্তকে হালহালি এলাকার এই পেট্রোল পাম্প থেকে ওই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে৷ আজই অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ৷ ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিশ৷