TRENDING:

টিউশন থেকে ফেরার সময় গণধর্ষিতা হয়ে ঘরে এল ক্লাস টেনের ছাত্রী, লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী

Last Updated:

স্থানীয় ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধেয় টিউশন থেকে ফেরার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে । বাড়ির পাশেই একটি টাওয়ারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেরঠ: ফের ঘটনাস্থল উত্তরপ্রদেশ । আবারও যোগী রাজ্যে গণধর্ষণের শিকার এক নাবালিকা । টিউশন পড়ে ফেরার পথে গণধর্ষিতা হল দশম শ্রেণীর এক ছাত্রী । লজ্জায়, অপমানে বাড়ি ফিরেই বিষ খেয়ে আত্মহত্যা করল নাবালিকা । গত বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের সারধনা কোটয়ালি এলাকায় কাপাসাদ গ্রামে ।
advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধেয় টিউশন থেকে ফেরার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে । বাড়ির পাশেই একটি টাওয়ারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে । অপমানে বাড়ি ফিরেই আত্মহত্যা করে সে । সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবার সকালে নাবালিকার পরিবারের তরফে পুলিশে গোটা ঘটনাটি জানানো হয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

মেরঠের পুলিশের গ্রামীণ সুপারিন্টেন্ডেন্ট কেশব কুমার জানিয়েছেন, ওই নাবালিকার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । ঘটনায় চার জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে । এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা হল লখন ও বিকাশ । এই দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । বাকি দু’জনের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
টিউশন থেকে ফেরার সময় গণধর্ষিতা হয়ে ঘরে এল ক্লাস টেনের ছাত্রী, লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল