এ যেন ঠিক আরেকটা শাহিনবাগ। বার দিল্লির জাফরাবাদে উঠল প্রতিবাদের আওয়াজ। আজাদি স্লোগান। CAA বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লির জাফরাবাদ-মৌজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। বন্ধ রাজধানীর তিন মেট্রো স্টেশন।
শনিবার থেকে জমায়েত শুরু হয় জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে। CAA বিরোধী পোস্টার, স্লোগান তুলে রাস্তা আটকে বসে পড়েন মহিলারা। সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
advertisement
মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় জাফরাবাদ মেট্রো স্টেশন। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। বেলা গড়াতেই মৌজপুরে নতুন করে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও নিরাপত্তারক্ষী মোতায়েন ৷