TRENDING:

বৃত্তি নিয়ে বিবাদ, ছাত্র-কর্মী সংঘর্ষে উত্তাল জেএনইউ ক্যাম্পাস

Last Updated:

JNU || অন্যদিকে কর্মচারীদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির চেষ্টা চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের সংঘর্ষে উত্তাল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়৷ অভিযোগ, দুই বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা বৃত্তির কথা জানাতে গেলে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ বাধে ছাত্রদের। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন৷ বিজেপি-সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
advertisement

এবিভিপি জেএনইউ সভাপতি রোহিত কুমার জানিয়েছেন, সোমবার সকাল ১১টা নাগাদ পাঁচজন ছাত্র বৃত্তিবিভাগে যান৷ সেখানেই স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে জিজ্ঞাসা করার সময় রক্ষীরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ সেখানেই শুরু হয় বচসা, হাতাহাতি৷ আহত ছাত্ররা জানিয়েছেন, তাঁরা শীঘ্রই দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দেবেন।

আরও পড়ুন: পুজোর আগে আর কত দিন বৃষ্টি চলবে কলকাতা ও অন্যান্য জেলায়, জানুন ওয়েদার আপডেট ও পূর্বাভাস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে কর্মচারীদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির চেষ্টা চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
বৃত্তি নিয়ে বিবাদ, ছাত্র-কর্মী সংঘর্ষে উত্তাল জেএনইউ ক্যাম্পাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল