বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি এন সাই বালাজির কথায়, 'সুতলেজ হস্টেলে রাতে দেখি কয়েকজন এবিভিপি সমর্থক হামলা চালিয়েছে৷ নতুন প্রেসিডেন্ট হিসেবে ছাত্রদের সুরক্ষার বিষয়টি দেখতে গিয়েছিলাম৷ পৌঁছেই দেখি, তুলকালাম কাণ্ড৷ সৌরভ শর্মার নেতৃত্বে একটি বিশাল দল হকি স্টিক নিয়ে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারছে৷ আমায় ওরা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল৷ আমাকে পিসিআর ভ্যানে তুলে মারল৷ আমার আশ্চর্য পুলিশ কন্ট্রোল রুম ভ্যানে তুলে ওরা কী ভাবে হেনস্থা করতে পারে৷ পুলিশের মদত না-থাকলে এটা সম্ভব?'
advertisement
বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকরা মার্চ করে এ দিন বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছে৷ যদিও এবিভিপি সংগঠনের বক্তব্য, প্রায় ১৫-১৬ জন বাম সংগঠনের ছাত্ররা রাত ৩টে নাগাদ হামলা চালায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2018 1:04 PM IST
