TRENDING:

দশেরায় মোরাদাবাদে জ্বলন্ত কুশপুতুল চাপা পড়ে মৃত ১, পদপিষ্ট হয়ে জখম ৩

Last Updated:

দশেরায় রাবণ বধের উৎসবের মাঝেই নেমে এল শোকের ছায়া ৷ মঙ্গলবার মোরাদাবাদে জ্বলন্ত রাবণের কুশপুতুল ভেঙে পড়ার সময় হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল এক সিভিল ডিভেন্স কর্মীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোরাদাবাদ: দশেরায় রাবণ বধের উৎসবের মাঝেই নেমে এল শোকের ছায়া ৷ মঙ্গলবার মোরাদাবাদে জ্বলন্ত রাবণের কুশপুতুল ভেঙে পড়ার সময় হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল এক সিভিল ডিভেন্স কর্মীর ৷ দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের রামলীলা ময়দানে ৷
advertisement

মঙ্গলবার দশেরা উপলক্ষে মোরাদাবাদের রামলীলা ময়দানে রাবণ বধ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ ৷ তীর মেরে রাবণের কুশপুতুলে আগুন ধরানোর কিছুক্ষণ পরেই শুরু হয় বিশৃঙ্খলা ৷ জ্বলন্ত রাবণের কুশপুতুলের কিছু অংশ ভেঙে পড়ে ৷ সেসময় নিজেদের বাঁচাতে হুড়োহুড়ি করে ছুটতে শুরু করে ভয়ার্ত জনতা ৷ সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন বছর তিরিশের ওই সিভিল ডিফেন্স কর্মী ৷ ধাক্কায় মাটিতে পড়ে গেলে ধর্মেন্দ্র নামের ওই যুবককে পায়ের তলায় মাড়িয়েই ছুটতে শুরু করে দর্শকেরা ৷ পালাতে না পারায় জ্বলন্ত কুশপুতুলের অংশ পড়ে যায় তাঁর ওপরেই ৷

advertisement

মোরাদাবাদের ডিআইজি ওঙ্কার সিং জানান, জ্বলন্ত রাবণের মূর্তি থেকে খুঁচিয়ে কাঠি টেনে নেওয়ার চেষ্টা করেন বেশ কয়েকজন দর্শনার্থী ৷ এর ফলেই ঘটে বিপত্তি ৷ ভেঙে পড়ে জ্বলন্ত কুশপুতুলটি ৷ মূহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ময়দানে ৷ তড়িঘড়ি ময়দান ছেড়ে পালাতে গিয়ে উন্মত্ত জনতার ধাক্কায় মাটিতে পড়ে যায় ওই সিভিল ডিফেন্স কর্মী ৷ উঠতে না পারায় জ্বলন্ত কুশপুতুল চাপা পড়ে মৃত্যু হয় ওই সিভিল ডিভেন্সের কর্মীর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দুর্ঘটনার পর তৎক্ষণাৎ ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ আরও তিন জন দর্শনার্থী এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে জখম হয়েছেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
দশেরায় মোরাদাবাদে জ্বলন্ত কুশপুতুল চাপা পড়ে মৃত ১, পদপিষ্ট হয়ে জখম ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল