গত চার দিন ধরে গোটা দেশ ধরে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে শয়ে শয়ে উড়ান৷ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী৷
পিআইবি-র মাধ্যমে বিবৃতি জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগো বিপর্যয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের মধ্যে ইন্ডিগোর পরিষেবার হাল অনেকটাই ফেরানো সম্ভব হবে৷ তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও তিন দিন সময় লাগতে পারে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মনে করছে৷ সেক্ষেত্রে সোমবারের মধ্যেই ইন্ডিগো-র পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে৷
advertisement
ঠিক কী কারণে ইন্ডিগো-র পরিষেবা এ ভাবে ভেঙে পড়ল, এই পরিস্থিতির জন্য কে অথবা কারা দায়ী, তা খুঁজে বের করাই এই তদন্তে খুঁজে বের করার চেষ্টা হবে৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাও এই তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে৷
প্রাথমিক ভাবে ইন্ডিগো-র পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য কর্মী সঙ্কটকেই দায়ী করা হয়েছিল৷ যদিও ইন্ডিগো-র কর্মীদের পক্ষ থেকে একটি খোলা চিঠি লিখে পাল্টা দাবি করা হয়েছে, ডিজিসিএ-র চালু করা নতুন বিধিনিষেধ নিয়ে সরকার যাতে পিছু হঠে, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে৷ এবার সেই অভিযোগেরই তদন্ত করবে কেন্দ্রীয় সরকার৷
