সনিয়া গান্ধি বলেন, ‘আজ ভারতীয় সংবিধানে কালো দিন ৷ রাজ্যসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল ৷’ CAB বিতর্কে বলতে উঠে এদিন কপিল সিব্বল, গুলাম নবি আজাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ করেন ৷
advertisement
সংসদের অন্দরে-বাইরে CAB নিয়ে কড়া প্রশ্নের মুখে শাহ-মোদি জুটি ৷ বিরোধীদের তীব্র আক্রমণ সত্ত্বেও শেষ হাসি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ৷ ৮ ঘণ্টা রাজ্যসভায় বিতর্ক-বাদানুবাদ-প্রশ্নোত্তরের পর রাজ্যসভাতেও পাস হয়ে যায় নাগরিক সংশোধনী বিল ৷
রাজ্যসভায় মোট আসন ২৪৫। ফাঁকা ছিল পাঁচটি আসন। ফলে বিল পাস করাতে বিজেপির দরকার ছিল ১২১। এর মধ্যে রাজ্যসভায় বিজেপির সাংসদ ৮৩।
বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়৷ রাজ্যসভার ভোটাভুটিতে বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে ভোট পড়ে বেশি৷ প্রস্তাবের পক্ষে ছিলেন ৯৯, বিপক্ষে ১ জন ও ১২৪ জন সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে ভোট দেন৷ খারিজ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের আনা সংশোধনীও৷