নেটওয়ার্ক ১৮ এডিটর-ইন-চিফ রাহুল যোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। সাম্প্রতিক ঘটনাপ্রসঙ্গে স্বভাবতই মূল প্রশ্ন ছিল পুলওয়ামা হামলা, মাসুদ আজহার ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন । এই নিয়ে ৪ বার রাষ্ট্রসঙঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে চিন; স্বভাবতই প্রশ্ন উঠেছে এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতা ?
advertisement
তবে রাজনাথের মতে কেবলমাত্র এই ঘটনা দিয়ে এদেশের কূটনৈতিক সাফল্য বা ব্যর্থতা নির্ধারন করা যায় না । এই সিদ্ধান্তের নেপথ্য অবশ্যই কোনও কারণ ছিল সুতরাং এই একটা সিদ্ধান্তের ভিত্তিতে চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনও মানে হয় না । তবে এই বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে । আন্তর্জাতিক স্তরেও সকলে দেখেছে যে কমবেশি সব রাষ্ট্র মাসুদকে এই তকমা দিতে সম্মতি দিয়েছে ও সেটিও কিন্তু একদিকে ভারতের কূটনৈতিক সাফল্য । একটি রাষ্ট্রের জন্য গোটা প্রক্রিয়া কখনই অর্থহীন হতে পারে না, চিনও আমাদের রাজনৈতিক অবস্থান বুঝবে, জানিয়েছেন