TRENDING:

ব্রহ্মপুত্রের শাখানদীর গতি রোধ করল চিন

Last Updated:

পাকিস্তানে প্রধান জলের উৎস বন্ধ করার ভাবনাচিন্তার মাঝে ব্রহ্মপুত্রের শাখা নদীর প্রবাহ রোধ করল চিন ৷ প্রশ্ন উঠেছে,পাকিস্তানের মিত্র রাষ্ট্র চিনের এই পদক্ষেপ কি সিন্ধু চুক্তি বাতিলের পাল্টা জবাব?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাকিস্তানে প্রধান জলের উৎস বন্ধ করার ভাবনাচিন্তার মাঝে ব্রহ্মপুত্রের শাখা নদীর প্রবাহ রোধ করল চিন ৷ প্রশ্ন উঠেছে,পাকিস্তানের মিত্র রাষ্ট্র চিনের এই পদক্ষেপ কি সিন্ধু চুক্তি বাতিলের পাল্টা জবাব?
advertisement

ভারত-পাকিস্তানের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে ৷ ভারতের কূটনীতির চালে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান ৷ সদস্য রাষ্ট্রদের বয়কটের জেরে সার্ক সম্মেলন বাতিল করতে বাধ্য হয়েছে ইসলামাবাদ ৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের পর তো ক্রমেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে ৷ গত কয়েকদিনে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ বিশ্বমঞ্চে একঘরে করা ছাড়াও পাকিস্তানের সঙ্গে সিন্ধুচুক্তি বাতিলের কথাও ভাবছিল ভারত ৷ কিন্তু এরই মধ্যে জটিলতা বাড়াল পাকিস্তানে মিত্র রাষ্ট্র চিন ৷ তিব্বতের কাছে ব্রহ্মপুত্রের শাখা নদীর জল রোধ করল চিন ৷

advertisement

চিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল হাইড্রো প্রজেক্টের কাজের জন্য ব্রহ্মপুত্রের শাখানদী জিয়াবুকুর জল প্রবাহ রোধ করা হয়েছে বলে জানিয়েছে চিন ৷

ব্রহ্মপুত্রের এই শাখানদী তিব্বত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে এসে পড়ে ৷ উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশ এই নদীর নিম্ন তীরবর্তী অঞ্চল ৷ তবে জিয়াবুকুর প্রবাহ বন্ধ হয়ে গেলে ভারত কতটা অসুবিধেয় পড়বে তা এখনই বলা সম্ভব নয় ৷ বেজিংয়ের দাবি, ভারতের কথা মাথাই রেখেই তারা সিদ্ধান্ত নেবে ৷

advertisement

জিয়াবুকু নদীর উপরই তৈরি হচ্ছে চিনের এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল জলবিদ্যুৎ প্রকল্প ‘লালহো’ ৷ এই প্রজেক্টের মোট বাজেট ৪.৯৫ বিলিয়ন ইউয়ান বা ৭৪০ মিলিয়ন ইউএস ডলার ৷ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সিকিমের কাছে জিগেজের কাছে ড্যাম তৈরি করছে চিন ৷ ২০১৪ সালে তিব্বতের জিগজে অঞ্চলে জিয়াবুকুর ওপর এই হাইড্রো প্রজেক্টের কাজ শুরু হয়, শেষ হবে ২০১৯ সালে ৷

advertisement

গত বছরই ব্রহ্মপুত্রের উপর নির্মিত জ্যাম জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে এতদিন চিন্তিত ছিল ভারত ৷ তাতে ভারতে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ খানিক কমে ৷ সেসময় কেন্দ্রীয় জসম্পদ প্রতিমন্ত্রী সানওয়ার লাল জাট বিবৃতি দিয়ে জানান, ভারত ও চিনের মধ্যে কোনও জলবণ্টন চুক্তি নেই ৷ এরপর দুই দেশের মধ্যে প্রবাহমান নদীগুলির জলবন্টন বিষয়ে একটি ‘এক্সপার্ট লেভেল মেকানিজম’ তৈরি করে ভারত ও চিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ব্রহ্মপুত্রের শাখানদীর প্রবাহ রোধ করার চিনের সিদ্ধান্ত এমন সময়ে সামনে এল, যখন ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিলের কথা ভাবছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ব্রহ্মপুত্রের শাখানদীর গতি রোধ করল চিন