স্কুলের প্রিন্সিপাল শর্মিষ্ঠা সিনহা জানিয়েছেন, “সিসিটিভি ফুটেজে দেখা যায়, গার্গী স্কুলে পৌঁছানোর পরপরই অস্বস্তি বোধ করছিল। অসুস্থ বোধ করার সময় সে একটি চেয়ারে বসে এবং শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। স্কুলের কর্মী এবং শিক্ষকেরা তৎক্ষণাৎ তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ১০৮-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা হয়।”
আরও পড়ুন: ভোরবেলা জগিং-এ বেরিয়ে ভয়ংকর ঘটনা, কিশোরকে ‘উড়িয়ে’ দিল দ্রুত গতির গাড়ি! কপালজোড়ে প্রাণ রক্ষা
advertisement
প্রিন্সিপাল আরও জানান, অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছায়নি, তাই স্কুলের কর্মীরা গার্গীকে নিজেদের গাড়িতে করে নিকটবর্তী জায়ডাস হাসপাতাল-এ নিয়ে যান। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গার্গী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিল, যা তার মৃত্যুর সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে।
প্রিন্সিপালের মতে, গার্গী মুম্বইয়ের বাসিন্দা এবং অহমদাবাদে তার দাদা-দাদির সঙ্গে থাকত। তার বাবা-মা মুম্বইতেই থাকেন। গার্গী সাধারণত শীত, কাশি বা জ্বরের মতো স্বাভাবিক অসুখে ভুগত, কিন্তু তার কোনও গুরুতর স্বাস্থ্য সমস্যা ছিল না।
আরও পড়ুন: বিয়ের পর অবৈধ প্রেম! স্বামীর চোখে ফাঁকে দিয়ে পালাল বউ, নিয়ে গেল মোটা টাকা ও সোনা…
যঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ গার্গীর বাবা-মাকে জানায়। বডকদেব থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেক্টর-১-এর যুগ্ম পুলিশ কমিশনার নীরজ বদগুজর বলেন, “আমরা হাসপাতালে তথ্য পেয়েছি যে একটি স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”