মৃত দুই শিশুর পরিচয় রোহিত (১৩) ও মোহিত (৯) বলে শনাক্ত করা হয়েছে। পুলিশের মতে, রোহিতের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ছোট ভাই মোহিতের সন্ধানে এখনও অভিযান চলছে।
আরও পড়ুন: ফের নড়ে উঠল পায়ের তলার জমি! ভূমিকম্পে এবার কাঁপল ভূস্বর্গ, আতঙ্কে মানুষ…
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির পুরনো বাওয়ানা খালের ধারে খেলার সময় দুই ভাই জলে পড়ে যায়। সকাল ৭.১৫ মিনিটে ঘটনাস্থল থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত এক ১০ বছরের শিশু জানায়, রোহিত ও মোহিত, যারা বিজয় কলোনির বাসিন্দা, তারা খালের ধারে খেলার সময় জলে পড়ে যায় এবং ডুবে যায়।
advertisement
দিল্লি ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) এবং স্থানীয় পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকারীরা প্রথমে রোহিতের মরদেহ খুঁজে পান এবং তাকে দ্রুত বাওয়ানার এমভি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রোহিতের দেহ ফরেনসিক পরীক্ষার জন্য বিএসএ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, মোহিতের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ…
মৃত দুই শিশুর বাবা কৈলাশ পেশায় শ্রমিক। তাদের কাকা রাম বাহাদুর জানান, ছেলেরা কিছুদিন ধরে সকালে হাঁটতে বের হত, কিন্তু এই প্রথমবার তারা খালের ধারে গিয়েছিল।
তিনি আরও জানান, “ওরা সকাল ৫.৩০ টার দিকে বের হয়েছিল। কিছুক্ষণ পর তাদের দুজন বন্ধু ফিরে আসে, কিন্তু রোহিত আর মোহিত ফেরেনি। কৈলাশ চিন্তিত হয়ে আমাকে ফোন করে জানতে চেয়েছিল ওরা আমার কাছে আছে কিনা। পরে, ফিরে আসা বন্ধুদের জিজ্ঞাসা করতেই তারা জানায়, রোহিত ও মোহিত খালের জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই।”
শিশুদের বন্ধুদের কথায় জানা যায়, প্রথমে মোহিত খালে পড়ে যায়। সে খালের জলে একটি ফুল দেখে সেটি তুলতে গিয়েছিল এবং এই সময় সে জলে পড়ে চিৎকার করতে থাকে। তাকে বাঁচাতে রোহিত ঝাঁপ দেয়, কিন্তু দুজনেই ডুবে যায়। পুলিশ মোহিতের সন্ধানে অভিযান চালাচ্ছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।