শহরের মেরিনা বিচে মঙ্গলবার রাতেই জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ যার মধ্যে অধিকাংশই যুব সমাজ। জল্লিকাট্টুর হয়ে এবং পেটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের শান্ত করার জন্য পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনও কাজ হয়নি। বিক্ষোভ বাড়ে আরও ৷ তাঁদের দাবি জল্লিকাট্টু নিয়ে তামিলনাড়ু সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে মুখ্যমন্ত্রী পনিরসেলভামকে।
advertisement
প্রায় ৩৬ ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও অশান্ত তামিল নাড়ু ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনীরসেলভম ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাল্লিকাট্টু নিয়ে অর্ডিন্যান্সের দাবি জানাবেন তিনি ৷
সুত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সুর নরম করতে পারে তবে সুর্প্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের জন্য অপেক্ষা করবেন ৷
গতকাল মেরিনা বিচে প্রায় ১০,০০০ ছাত্র জমা হয়েছিলেন ৷ তাদের মধ্যে ১৪জনকে পুলিশ পনীরসেলভমের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ১০ মিনিটের বৈঠক হয় ৷ কিন্তু বাইরে বেড়িয়ে ছাত্ররা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন যতক্ষণ না কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় ৷ তারা জানিয়েছেন জালিকট্টু তাদের সংস্কৃতির একটি অংশ ৷ আর তাই তারা কাউকে তা বন্ধ করতে দেবে না ৷
মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও উত্তপ্ত থাকে মেরিনা বিচ সংলগ্ন এলাকা। ক্লাস বাঙ্ক করে সেই বিক্ষোভে যোগ দেন কলেজ পড়ুয়ারা। তামিল সিনেমা জগতের অভিনেতাদেরও এই বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি রাজ্যের বাকি শহর মাদুরাই, ত্রিচি, সালেম, কোয়েম্বাটুরেও বিক্ষোভ চলছে ৷