TRENDING:

Chief Justice B R Gavai on Retirement: নভেম্বরেই অবসর, তার পরে কি কোনও সরকারি পদে? নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

Last Updated:

শুক্রবার মহারাষ্ট্রের দারাপুর গ্রামে প্রধান বিচারপতি বি আর গাভাইকে সংবর্ধনা দেওয়া হয়৷ মহারাষ্ট্রের অমরাবতী জেলার এই গ্রামেই তাঁর পৈতৃক ভিটে রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগামী নভেম্বর মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করার কথা তাঁর৷ কিন্তু অবসর গ্রহণের পর কোনও সরকারি পদে বসার ইচ্ছে তাঁর নেই৷ শুক্রবার এমনই জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ বরং অবসরের পর মহারাষ্ট্রে নিজের গ্রামকেই বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন প্রধান বিচারপতি৷
প্রধান বিচারপতি বি আর গাভাই৷
প্রধান বিচারপতি বি আর গাভাই৷
advertisement

শুক্রবার মহারাষ্ট্রের দারাপুর গ্রামে প্রধান বিচারপতি বি আর গাভাইকে সংবর্ধনা দেওয়া হয়৷ মহারাষ্ট্রের অমরাবতী জেলার এই গ্রামেই তাঁর পৈতৃক ভিটে রয়েছে৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, অবসর গ্রহণের পর দারাপুরেই অধিকাংশ সময় কাটাতে চান তিনি৷

নিজের গ্রামে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি অবসরের পর কোনও সরকারি পদ আমি গ্রহণ করব না৷ তখন আমার হাতে অনেক সময় থাকবে, সেই সময়টা আমি দারাপুর, অমরাবতী এবং নাগপুরে বেশি করে কাটাব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিজের গ্রামে এই সফরের সময়ই প্রধান বিচারপতি বিচারব্যবস্থার আরও বিকেন্দ্রীকরণের পক্ষে সওয়াল করেন৷ যাতে বিচারব্যবস্থাকে বিচারপ্রার্থীদের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া যায়৷ প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটির প্রধান হিসেবে তিনি আরও বেশি করে মহকুমা এবং জেলা স্তরে আদালত তৈরির জন্য একটি রূপরেখা তৈরি করেছিলেন৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁর এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যদিও সরকারের মতো বিচার ব্যবস্থার মধ্যেও লাল ফিতের ফাঁস যে রয়েছে, তা মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chief Justice B R Gavai on Retirement: নভেম্বরেই অবসর, তার পরে কি কোনও সরকারি পদে? নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল