TRENDING:

এই গ্রামের বাচ্চাদের একটাই স্বপ্ন, মা-কাকিমারা হয়ে উঠুক স্বাক্ষর !

Last Updated:

জামশেদপুরে রয়েছে এমন একটা স্কুল ৷ যেখানে পড়তে যান গ্রামে মা,কাকিমা ও ঠাকুমারা ৷ আর সেই স্কুলের শিক্ষক আর কেউ নয়,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামশেদপুর: জামশেদপুরে রয়েছে এমন একটা স্কুল ৷ যেখানে পড়তে যান গ্রামে মা,কাকিমা ও ঠাকুমারা ৷ আর সেই স্কুলের শিক্ষক আর কেউ নয়, বরং গ্রামের বাচ্চা ব্রিগেড !
advertisement

না কোনও সিনেমার গল্প নয়, নয় কোনও রূপকথা ৷ বেশ কয়েক বছর ধরে এই ভাবেই চলে আসছে জামশেদপুরের এই স্কুল ৷

জামশেদপুরের গোবিন্দপুরের গোদরা পঞ্চায়েতের ডুঙ্গরি গ্রাম শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ৷ কিন্তু শহরের মতো কোনও সুবিধাই নেই গ্রামে ৷ গ্রামে যে একটি সরকারি স্কুল রয়েছে, সেখানেই পড়াশুনো শেখে গ্রামের বাচ্চারা ৷ তবে গ্রামের বাচ্চাদের ইচ্ছে, শুধু তারাই নয়, শিক্ষিত হোক গ্রামের বড়রাও ৷ সেই দায়িত্বই নিয়ে ফেলেছে গ্রামের কচিকাচারা ৷

advertisement

সাধারণত স্কুল থেকে ফিরে অন্য বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু এই গ্রামের ছবিটাই অন্যরকম৷ এখানকার বাচ্চারা, স্কুল থেকে ফিরে এসে খেলতে ভালোবাসেন না, উলটে মা, বাবা, কাকিমা, ঠাকুমাদের নিয়ে পড়াতে বসেন ৷ বাচ্চাদের স্বপ্ন গ্রামে কেউ যেন নিরক্ষর না থাকে ৷ সবাইকে প্রাথমিক শিক্ষা দিতে বড়দের শিক্ষার আলো দেখাতে বাচ্চারাই আসলেন এগিয়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনায় সরকারি স্কুলের শিক্ষকেরাও খুশি ৷ তাঁদের কথায়, এটা খুবই ভালো একটা উদ্দেশ্য ৷ এর ফলে গোটা একটা গ্রাম স্বাক্ষর হয়ে উঠবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এই গ্রামের বাচ্চাদের একটাই স্বপ্ন, মা-কাকিমারা হয়ে উঠুক স্বাক্ষর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল