TRENDING:

গ্রামের মেয়েটি কি মাওবাদী ? প্রমাণ দেবে বুকের দুধ !

Last Updated:

মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কে মাওবাদী আর কে নয় সেটা বোঝা হয়তো কিছুটা কঠিনই কাজ ৷ কিন্তু তাই বলে জওয়ানদের থেকে এমন কিছু কাজও হয়তো আপনি আশা করবেন না, যা যে কোনও সভ্য সমাজের মানুষের রুচিতে বাধে ৷ সম্প্রতি ছত্তিশগঢ়ের সুকমার গ্রামের আদিবাসী মহিলাদের সঙ্গে এমনই ঘৃণ্য কাজ করা হয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ! মাওবাদী কি না, তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল জওয়ানরা ৷ আর সেটা হল বুক টিপে দুধ বের করতে হবে ৷ যদি না বেরোয়, তাহলে ওই মহিলা পরীক্ষায় ফেল ! অর্থাৎ সে মাওবাদী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর:  মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কে মাওবাদী আর কে নয় সেটা বোঝা হয়তো কিছুটা কঠিনই কাজ ৷ কিন্তু তাই বলে জওয়ানদের থেকে এমন কিছু কাজও হয়তো আপনি আশা করবেন না, যা যে কোনও সভ্য সমাজের মানুষের রুচিতে বাধে ৷ সম্প্রতি ছত্তিশগঢ়ের সুকমার গ্রামের আদিবাসী মহিলাদের সঙ্গে এমনই ঘৃণ্য কাজ করা হয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ! মাওবাদী কি না, তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল জওয়ানরা ৷ আর সেটা হল বুক টিপে দুধ বের করতে হবে ৷ যদি না বেরোয়, তাহলে ওই মহিলা পরীক্ষায় ফেল ! অর্থাৎ সে মাওবাদী ৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঠিক এমন পরীক্ষার সামনেই পড়তে হয়েছিল গ্রামের সব মহিলাদের ৷ সেখানে বয়সের কোনও বাছবিচার নেই ৷ কোলে শিশু আছে, এমন মায়েদেরকেও রেয়াত করেনি জওয়ানরা ৷ সেনার কড়া আদেশ, তাই নিরূপায় হয়ে প্রত্যেক মহিলাই ওই পরীক্ষা দিতে বাধ্য হন ৷ ২০১৬ সালে এসেও এমন মধ্যযুগীয় বর্বরতা দেখে নিশ্চয় অবাক হচ্ছেন ৷ সত্যি অবাক হওয়ার মতোই ঘটনা ৷ স্বাধীনতার এত বছর পরেও ভারতে এই দৃশ্য দেখা যাচ্ছে, তা সত্যি খুবই দুঃখজনক ৷ জওয়ানদের যুক্তি ছিল, মাওবাদী মেয়েরা বিবাহিত হয় না ৷তাই যাদের বুক টিপে দুধ বেরোবে না, তারাই মাওবাদী ৷ শুধু এখানেই থেমে থাকছেন না তারা ৷ গ্রামের মেয়েরা প্রতিনিয়তই চরম যৌণ হয়রানির শিকার হচ্ছেন ৷ বাধা দিতে আসলেই জুটছে বেদম প্রহার ৷ মারের চোটে হাত-পা ভেঙে গিয়েছে,এমন ঘটনাও ঘটেছে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রামের মেয়েটি কি মাওবাদী ? প্রমাণ দেবে বুকের দুধ !