রায়পুর: ছত্তিশগড়ের রায়পুরের ম্যাগনেন্টো মলে (Magneto Mall) বড়দিনের সজ্জা ভাঙচুরের অভিযোগে বজরং দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। যারা জামিন পাওয়ার পর সমর্থকদের কাছ থেকে ‘হিরো’র মতো স্বাগত পেয়েছেন। তা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে।
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার রায়পুরের জেল থেকে বের হওয়ার পরই বজরং দলের সদস্যরা তাদের মালা পরিয়ে স্বাগত জানায়। তাদের জামিন “উদযাপন” করতে সংগঠনের সদস্যরা একটি মিছিল বের করে এবং ছয়জন অভিযুক্তকে কাঁধে তুলে নিয়ে ঘোরে।
বজরং দলের রাজ্য সমন্বয়কারী ঋষি মিশ্র বলেন, মিছিল বের করায় কোনও ভুল নেই। “ওদের বিরুদ্ধে স্লোগান তোলায় কী ভুল আছে?সব সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল বন্ধ ডাকার, কিন্তু ষড়যন্ত্র করে আমাদের সদস্যদের জেলে ঢোকানো হয়েছে। তাই, এই বিষয় নিয়ে স্লোগান উঠবেই।” বড়দিনের আগের রাতে, ডানপন্থী সংগঠনগুলো ছত্তিশগড়ে একদিনের বনধ ডাকে, অভিযোগ তোলে যে রাজ্যে ধর্মান্তর হচ্ছে।
সেই দিনই, লাঠি হাতে বেশ কিছু জন Magneto Mall–এ ঢুকে পড়ে। বড়দিনের সাজসজ্জায় ভাঙচুর করে। মলে সান্তা ক্লজের মূর্তিও ভাঙচুর করা হয়। মলের নিরাপত্তারক্ষীরা ভিড়কে থামানোর চেষ্টা করলেও তারা পেরে ওঠেনি। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে। তাদের জামিন হওয়ার পরই যে হিরোর মর্যাদা দেওয়া হল, তা নিয়েই বিতর্ক দেখা দিয়েছে।
