TRENDING:

Chhattisgarh Journalist’s Body Found: ১২০ টাকার দুর্নীতি ফাঁসের শাস্তি, ঠিকাদারের বাড়ির সেফটিক ট্যাঙ্কে ছত্তীসগঢ়ে সাংবাদিকের মৃতদেহ

Last Updated:

মৃতের নাম মুকেশ চন্দ্রকর। গত ১ জানুয়ারি, নিখোঁজ হয়ে যান ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকার মুকেশ। ৩ জানুয়ারি, বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজাপুর: ছত্তীসগঢ়ের বিজাপুরে ৩৩ বছর বয়সী এক সাংবাদিকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে সেখানকার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। বিগত প্রায় দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
সাংবাদিকের মৃতদেহ উদ্ধার
সাংবাদিকের মৃতদেহ উদ্ধার
advertisement

মৃতের নাম মুকেশ চন্দ্রকর। গত ১ জানুয়ারি, নিখোঁজ হয়ে যান ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকার মুকেশ। ৩ জানুয়ারি, বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত সাংবাদিক একটি সর্বভারতীয় সাংবাদমাধ্যমে কাজ করতেন। তিনি সম্প্রতি বেশ কিছু দুর্নীতির পর্দা ফাঁস করেন৷ বস্তারে ১২০ কোটি টাকার রাস্তা প্রকল্পের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি খবরও করেন তিনি। এই প্রকল্পে কী ভাবে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাথা কে? তা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন। দুর্নীতিতে নাম উঠে আসে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের। দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই ওই ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় প্রশাসন।

advertisement

এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ জানান, সুরেশ রাজ্য কংগ্রেস সভাপতি দীপক বাইজের ঘনিষ্ট ছিলেন৷ তিনি অভিযোগ জানান, ‘‘দীপক বেইজই সুরেশকে কংগ্রেস পার্টির এসসি মোর্চার রাজ্য সম্পাদক পদে সম্মানিত করেছিলেন৷’’ অন্যদিকে রাজ্য সভাপতি দীপক বেজ অভিযোগ করেন, ‘‘বিজেপি শাসনে সাংবাদিকরা তাঁদের জীবন দিয়ে মূল্য দিতে হচ্ছে৷’’

বিজাপুরের সাংবাদিক ছিলেন মুকেশ। তাঁর দাদা যুকেশ চন্দ্রকরও সাংবাদিক। মুকেশ নিখোঁজ হওয়ার পর তাঁর দাদাই প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে ঠিকাদার সুরেশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় সাংবাদিকের দেহ।

advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁকে খুন করে সেপটিক ট্যাঙ্কের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যুকেশ চন্দ্রকরের দাবি, ১২০ কোটি টাকার দুর্নীতির খবর করার পর থেকেই তার ভাই লাগাতার হুমকিবার্তা পাচ্ছিলেন। তাঁর অভিযোগ ঠিকাদার সুরেশ এবং আরও তিন জন এই হুমকি দিচ্ছিলেন৷

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, মুকেশের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মোবাইলের অবস্থান চিহ্নিত করে ঠিকাদার সুরেশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশের দেহ উদ্ধার করা হয়। মূলত যে জায়গা থেকে সাংবাদিকের দেহ উদ্ধার হয়েছে, সেখানে ঠিকাদারের কর্মীরাই থাকেন।

advertisement

সেই সব কর্মী এবং ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তা-ই নয়, সাম্প্রতিক কোনও খবরের সঙ্গে মুকেশের মৃত্যুর যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনায় তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে ‘বস্তার জংশন’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালাতেন মুকেশ। বস্তারের নানা রকম খবর তুলে ধরতেন ওই চ্যানেলের মাধ্যমেই। দেড় লক্ষ গ্রাহক মুকেশের ইউটিউব চ্যানেলের। প্রাথমিক তদন্তের পরই পুলিশ ঠিকাদার সুরেশকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে। রীতেশ নামে আরও এক জনকেও ধরা হয়েছে। এ ছাড়াও মুকেশের দেহ লোপাটে সাহায্য করার জন্য ঠিকাদারের এক কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, ঠিকাদার সুরেশের যথেষ্ট প্রভাব রয়েছে বস্তারে। সরকারি টেন্ডার পাওয়ার জন্য অর্থ এবং লোকবল প্রয়োগ করতেও পিছপা হন না। তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। যে সব সাংবাদিক তাঁর দুর্নীতির বিষয় ধরে ফেলেছিলেন, তাঁদের নানা ভাবে হেনস্থা এবং প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে।

বাংলা খবর/ খবর/দেশ/
Chhattisgarh Journalist’s Body Found: ১২০ টাকার দুর্নীতি ফাঁসের শাস্তি, ঠিকাদারের বাড়ির সেফটিক ট্যাঙ্কে ছত্তীসগঢ়ে সাংবাদিকের মৃতদেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল