সোমবার ভোরে দান্তেওয়াড়ায় আইইডি পাওয়া যায়৷ ভোট শুরু হতেই পরের বিস্ফোরকটি উদ্ধার হয় সুকমায়৷ তল্লাশিতে একসঙ্গে ৩টি আইইডি উদ্ধার হয়েছে৷ অর্থাত্, ওইগুলি বিস্ফোরণ হলে ভয়াবহ ক্ষতি হতে পারতো৷ সঙ্গে সঙ্গে এলাকা থেকে সরানো হয় ভোটারদের৷ পাশেই একটি বুথ তৈরি করে ভোটগ্রহণ শুরু করা হয়৷ কড়া নজরদারিতে শুরু হয় ভোটগ্রহণ৷
মূলত, সুকমা, দান্তেওয়াড়া-সহ বিস্তীর্ণ এলাকাই মাও অধ্যুষিত৷ বিশেষ করে আদিবাসী এলাকায় সক্রিয় মাওবাদীরা৷ ফলে আতঙ্কই সম্বল করে ভোট প্রক্রিয়া চালানো হচ্ছে৷
advertisement
Location :
First Published :
November 12, 2018 11:01 AM IST