জশপুরে ভোটের হার ৫১.২ শতাংশ, কুঙ্কুরিতে ৫০.১ শতাংশ, পাথালগাঁওয়ে ৫০.৮ শতাংশ, কুরুদে ৪৯ ও ভরতপুর-সোনহাটে মোট ৪৭.৮২ শতাংশ ভোট পড়েছে৷ যদিও বৈকুণ্ঠপুর বিধানসভা কেন্দ্রের ছতরং, পাল কেভরা ও ঘুইডিতে বহু মানুষ ভোট বয়কট করেন৷ তাঁদের এলাকায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ৷
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ চলে বিকেল ৫টা পর্যন্ত৷ নক্সাল হুমকির জেরে বিন্দ্রানভগড়ের আমামোরা ও মধের কয়েকটি বুথে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোট৷ কড়া নিরাপত্তায়৷
advertisement
বেশ কয়েকটি বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কম করে ১০টি কেন্দ্রে বিজেপি-র বিরুদ্ধে ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস৷ ছত্তীসগড়ের এ দিনের ভোটে একটি বিশেষ ব্যাপার হল পিঙ্ক বুথ৷ জশপুরে কয়েকটি বুথের রং গোলাপি করা হয়৷ এই বুথগুলি সম্পূর্ণ মহিলা পরিচালিত৷ নির্বাচন কমিশনের বক্তব্য, আরও বেশি সংখ্যক মহিলা যাতে ভোটের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন৷