রহস্যমৃত্যুতে প্রয়াত চিকিৎসক বালামুরুগান (৫২) ছিলেন সোনোলজিস্ট৷ চেন্নাই শহরে একাধিক আল্ট্রাসাউন্ড সেন্টারের মালিক ছিলেন তিনি৷ তাঁর আইনজীবী স্ত্রী সুমতি (৪৭), NEET পরীক্ষার প্রস্তুতি নেওয়া বড় ছেলে যশবন্ত কুমার এবং একাদশ শ্রেণীর পড়ুয়া লিঙ্গেশ কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে বাড়ির একটি ঘরে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ অন্য ঘরে নিথর অবস্থায় পাওয়া যায় তাঁদের দুই ছেলেকে৷
advertisement
বৃহস্পতিবার সকালে চিকিৎসকের গাড়ির চালক নির্দিষ্ট সময়ে পৌঁছন তাঁদের বাড়িতে৷ দীর্ঘ ক্ষণ ডাকাডাকি করার পরও কেউ সাড়া না দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ ঘটনাস্থলে পুলিশ এসে চারজনের দেহ উদ্ধার করে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আমাদের সন্দেহ ওঁরা আত্মঘাতী হয়েছেন৷ তাঁরা ঋণভারে জর্জরিত ছিলেন৷ এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷’’
আরও পড়ুন : চকোলেট কিংবা খেলনার প্রতি আসক্তি নয়, বরং এক অদ্ভুত জিনিসের নেশায় বুঁদ ১২ বছরের নাবালক ! ঘুম উড়েছে পরিবারের
কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা, এখনও পুলিশের তরফে জানানো হয়নি৷ চিকিৎসকের পরিবারের উপর ঋণদাতাদের তরফে কোনও চাপ তৈরি করা হয়েছিল কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷.
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)