চেনাব সেতু, ভারতীয় রেলের হাতে তুলে দেওয়ার পরে এই সব জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এই সব পরিকাঠামোকে ব্যবহার করেই ভারতীয় রেল চাইছে এখানে পর্যটকদের জন্য ব্যবস্থা করা হোক। নর্দার্ন রেলের চিফ অ্যাডমিন অফিসার সুরিন্দর পাল মাহি জানিয়েছেন, “নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের তরফে আমাদের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রস্তাবও আছে। এই গোটা যাত্রা পথটাই একটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। সেখানে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে দেখব। এই গোটা প্রকল্পের বিষয়ে জম্মু প্রশাসনও জানে। তাই আমরা তাদের সঙ্গে কথা বলব।”
advertisement
আরও পড়ুন : ১৩ বছর বয়সে প্রথম প্রসব! মোট ৪৪ জন সন্তানের জন্ম দিয়েছেন এই যুবতী সুপারমম
নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, গিরিধর রাজাগোপাল জানিয়েছেন, “আমরা সেতুর কাজ করেছি। আমরা একাধিক প্রস্তাব দিয়েছি।” সূত্রের খবর, চেনাব রেল সেতুর কাছে একটা রেল মিউজিয়াম বানানো। একটা ক্যাফেটেরিয়া। আর এই পরিকাঠামো ব্যবহার করে যদি গেস্ট হাউজ বা রিসর্ট বানানো যেতে পারে। ফলে যাঁরা বৈষ্ণোদেবী আসেন, তাঁরা সহজেই সেখান থেকে চেনাব চলে আসতে পারবেন। এর ফলে একদিকে যেমন এলাকার অর্থনৈতিক পরিস্থিতি বদলাবে। তেমনি একটা রেলসেতুকে কেন্দ্র করে নয়া পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।