ঝাড়খণ্ডের হাজারিবাগের দেবাঙ্গনা এলাকায় এমনই কাজের নজির পাওয়া যেতে পারে। দেবাঙ্গনায় রয়েছে ‘শ্রীনিবাস সেবা স্টোর’। এখানে সকলের জন্য কাজ করার সেই মহৎ আদর্শেরই দেখা মিলতে পারে। এই দোকানে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জামাকাপড়, কম্বল থেকে শুরু করে জুতা, চপ্পল, বেল্ট পর্যন্ত পাওয়া যায়।
এমন তো সর্বত্রই পাওয়া যায়। বিশেষত্ব কোথায়!
advertisement
বিশেষত্ব হল এই যে, এই সমস্ত জিনিসের দাম মাত্র ১০ থেকে ৫০ টাকার মধ্যে। যাতে নিম্নবিত্ত মানুষগুলি তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন।
এই দোকানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ—স ব বয়সের মানুষের প্রয়োজনীয় জামা-কাপড় পাওয়া যায়। ‘পরি ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা এটি পরিচালনা করে। চলতি বছর ৬ এপ্রিল এই দোকানটির সূচনা হয়।
‘শ্রীনিবাস সেবা স্টোর’-এর অধিকর্তা প্রবীণ শ্রীবাস্তব বলেন, ‘শহরে অনেক গরিব মানুষ আছেন যাঁরা দোকানে গিয়ে দামি কাপড় বা অন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না। মানুষ হিসেবে আমাদেরই দায়িত্ব তাঁদের সাহায্য করা।’ প্রবীণ জানান, শ্রীনিবাস সেবা স্টোরের মূল লক্ষ্য অর্থ উপার্জন নয়, মানুষকে সাহায্য করা। কারও কাছে টাকা না থাকলে তাঁদের বিপিএল কার্ড বা রেশন কার্ড দেখে তাঁদের প্রয়োজনীয় কাপড় সরবরাহ করা হয়। এজন্য নামমাত্র দামও নেওয়া হয়, যাতে তাঁদের সম্মানে আঘাত না লাগে।
আরও পড়ুন: ‘বাদ’ সায়নী ঘোষ! ৫-এ ডাক ইডির, বড় সিদ্ধান্ত তৃণমূলের! জল্পনা ‘ভবিষ্যৎ’ নিয়ে
দোকানের কর্মী অলোক কুমার জানান, এই সব সামগ্রীর মধ্যে কিছু নতুন পোশাক রয়েছে। আবার কিছু ভাল অবস্থার পুরনোও রয়েছে। পুরনো পোশাক বা অন্য সামগ্রী ভাল ভাবে ধুয়ে কেচে রাখা হয়। ১০ থেকে ৫০ টাকায় যে কেউ কিনে নিতে পারেন।
আরও পড়ুন: বীরভূমের গ্রামে ঢুকতেই বেনজির অভিজ্ঞতা শতাব্দীর! গ্রামবাসীরা যা করলেন, তাজ্জব সাংসদ নিজেই
অলোক বলেন, ‘প্রতিদিন অনেক অভাবী মানুষ এখানে এসে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। আমরা যোগান দিতেই পারছি না। খুব কম মানুষই প্রয়োজন অনুযায়ী কাপড় দান করছেন। আরও বেশি সহৃদয় মানুষ যদি জামাকাপড় বা অন্য জিনিস দান করেন, তাহলে সুবিধা হয়।’
শ্রীনিবাস সেবা স্টোরে গিয়ে পুরনো জামাকাপড় বা অন্য সামগ্রী দান করতে পারেন যে কেউ। প্রয়োজনে ফোন করতে পারেন ৮২৫৩৪১৩৪০২ নম্বরে।