TRENDING:

চরমে করোনা আতঙ্ক, রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হল কয়েক শত মুরগি, জ্যান্ত মুরগিদের ওপর চালিয়ে দেওয়া হল গাড়ি

Last Updated:

করোনা ভাইরাস নিয়ে এত ধরণের গুজব লড়বেন কী করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চারখি দাদরি: করোন ভাইরাস আতঙ্ক চরমে ৷ চিকিৎসকরা বারবার আবেদন করছেন কোনও খাবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায় না৷ মুরগির মাংস খাওয়া নিয়ে কোনও বিধিনিষেধ নেই ৷ মুরগি বা মুরগির ডিম নিয়ে বিভিন্ন গুজব চলছেই ৷ আর এরই জেরে শয়ে শয়ে মুরগিকে মেরে ফেলা হল ৷
advertisement

চরখি -দদরি এলাকায় এক নক্কারজনক ঘটনা ঘটল ৷ নিজেদের পোলট্রিতে থাকা শয়ে শয়ে মুরগি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হল ৷ আর ছেড়ে দেওয়া মুরগিগুলি রাস্তায় বেরিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে ৷ সেই মুরগিগুলিকে তারপর গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়া ৷

এরপর প্রশাসনের পক্ষ থেকে মুরগির দেহাবশেষ গুলি কুড়িয়ে নিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয় ৷ এদিকে যার পোলট্রির এই মুরগি সে মুরগি গুলিকে এভাবে হত্যা করার পর তাদের মালিক পালিয়ে যায় ৷

advertisement

এদিকে মুরগি গুলি যখন ছোটাছুটি করতে করতে ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছিল তখন সেখানে গ্রামের এলাকায় প্রচন্ড ভয়ের বিষয় তৈরি হয় ৷ মাঠে যারা কাজ করছিলেন তখন গ্রামবাসীরা মাঠ ছেড়ে পালিয়ে যেতে থাকেন ৷ এই খবর পেয়ে এলাকায় পৌঁছয় জেলা প্রশাসন ৷

এরপর পশুপালন আধিকারিকও পৌঁছন সেখানেই ৷ মুরগিগুলিকে নিয়ে তারা তাদের দেহ মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি যে মুরগিগুলি বেঁচে রয়েছে সেগুলি কোনও রোগে আদৌ আক্রান্ত কিনা তা খুঁজে দেখতে পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছে ৷ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন কী করে এই ধরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

advertisement

কীভাবে চিকিৎসকরা বারবার বলা সত্ত্বেও এভাবে অনৈতিক ভাবে মুরগি হত্যা লীলা চলল তা নিয়ে কোনও যুক্তি পাওয়া যাচ্ছে না৷ মুরগি বা ডিম থেকে কোনওভাবেই করোনা ভাইরাস ছড়ায় না এটা আরও একবার পরিষ্কার করে দিয়েছেন আধিকারিকরা ৷গুজব ছড়ানোর ওপর ও অযথা ভয় ছড়ানো নিয়েও কথা হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
চরমে করোনা আতঙ্ক, রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হল কয়েক শত মুরগি, জ্যান্ত মুরগিদের ওপর চালিয়ে দেওয়া হল গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল