এই পরিস্থিতির মধ্যেই লোকসভায় এসে পৌঁছয় হাথরসে ধর্মীয় সভায় বহু মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর৷ প্রধানমন্ত্রী নিজেই ভাষণ থামিয়ে এই দুঃসংবাদ জানান লোকসভায়৷ মর্মান্তিক এই খবর পেয়ে অবশ্য চুপ করে যায় শাসক, বিরোধী দু পক্ষই৷ লোকসভায় দাঁড়িয়েই হাথরসের ঘটনায় শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও উত্তর প্রদেশ সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷
advertisement
আরও পড়ুন: ভক্তদের কী দেওয়া হত বাবার সৎসঙ্গে, কীসের আশায় ভিড়? পলাতক হাথরসের ধর্মগুরু
প্রথম যখন এই খবর পাওয়া গিয়েছিল, তখন মৃতের সংখ্যা ছিল ২৭৷ কিন্তু প্রাণহানি বাড়তে পারে, সেই আশঙ্কা ছিলই৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, হাথরস বিপর্যয়ে ১১৬ জনের মৃত্যু হয়েছে৷
প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন শেষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খবর নেন৷ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷