TRENDING:

Chandrayaan 3: শুরু হয়ে গেছে কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরেই চাঁদকে ছুঁয়ে ফেলবে চন্দ্রযান, কোথায় দেখবেন লাইভ?

Last Updated:

পাখির পালকের মতো ভেসে ভেসে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চার বছর আগে এই পর্যায়ে এসেই সফট ল্যান্ডিং এর সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। তবে এ বার তেমন সম্ভাবনা নেই বলেই দাবি ইসরোর। ব্যাপারটি ঠিক যেন কোনও রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচের সমাপ্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব। আজ বুধবার ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে চলেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’।
advertisement

পাখির পালকের মতো ভেসে ভেসে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চার বছর আগে এই পর্যায়ে এসেই সফট ল্যান্ডিং এর সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। তবে এ বার তেমন সম্ভাবনা নেই বলেই দাবি ইসরোর। ব্যাপারটি ঠিক যেন কোনও রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচের সমাপ্তি।

Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates

advertisement

ইসরো জানিয়েছে, মসৃণভাবেই কক্ষপথ ধরে এগিয়ে চলছে চন্দ্রযান। নিয়মিত চন্দ্রযানের সমস্ত সিস্টেমও পরীক্ষা করা হচ্ছে। আজ বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং অপারেশনের লাইভ সম্প্রচার শুরু করা হবে। আর সেই লাইভ দেখা যাবে ISRO Website (https://isro.gov.in), YouTube (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), Facebook https://facebook.com/ISRO

and DD National TV-তে৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদি৷ চন্দ্রযানের অবতরণকালে সেখান থেকেই অনলাইনে যোগ দেবেন তিনি৷

advertisement

আরও পড়ুন: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও

জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের শেষ ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাশিয়ার লুনা-২৫ তাড়াহুড়ো করায় চাঁদের বুকে ভেঙে পড়েছিল৷ তাই সেখান থেকে শিক্ষা নিয়ে ধীরে চলো নীতিতেই মন দিয়েছে ভারত৷ জানা গিয়েছে, অবতরণের গোটা সময়টা বিজ্ঞানীরা নিজেরা কোনও কিছু নিয়ন্ত্রণ করছেন না৷ পুরোটাই হতে চলেছে, AI, অর্থাৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে৷ চন্দ্রযানের ভিতরে আগে থেকেই রেখে দেওয়া সফটঅয়্যার প্রোগ্রাম চন্দ্রপৃষ্ঠে তার ‘সফট অ্যান্ড সেফ ল্যান্ডিং’ করাবে৷

advertisement

অবতরণের জন্য ২৩ অগাস্টকেই কেন বেছে নিয়েছেন বিজ্ঞানীরা? কারণ, আজই চাঁদে শুরু হচ্ছে নতুন লুনার ডে৷ চাঁদের ১ লুনার ডে অর্থাৎ, পৃথিবীর ১৪ দিন৷ ল্যান্ডার বিক্রমের মধ্যে যে ‘রোভার’ প্রজ্ঞান রয়েছে, তার আয়ুষ্কাল ১ লুনার ডে, অর্থাৎ, পৃথিবীর হিসাবে ১৪ দিন৷ আর এই সময়ে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রাও প্রজ্ঞানের জন্য উপকূল থাকবে৷

advertisement

আরও পড়ুন: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তরে তুমুল দুর্যোগ, কেমন থাকবে দক্ষিণ? জেনে নিন

আপাতত, চাঁদের জলের নমুনা সংগ্রহ করার বিশেষ লক্ষ্য নিয়ে চাঁদের দিকে এগোচ্ছে এই চন্দ্রযান৷ ২০০৯ সালে চাঁদের দক্ষিণ মেরুতে নাসা আগেই জলের বরফের সন্ধান পেয়েছিল৷ চাঁদের এই বরফ ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ এর থেকে চাঁদকে ভবিষ্যতে বসবাস যোগ্য করা সম্ভব হবে কি না, তা খানিকটা আন্দাজ করা যাবে৷ দেখা হবে, এই বরফ থেকে পানীয় জল তৈরি করা সম্ভব কি না, জল ভেঙে শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বলা বাহুল্য, ৬১৫ কোটি টাকা খরচ করে বিজ্ঞানীদের নিরলস অধ্যাবসায়ে তৈরি চন্দ্রযান ৩ যদি এবার সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে চন্দ্রযান-৩, তবে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারতই হবে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে তাদের চন্দ্রযান অবতরণ করাতে সফল হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: শুরু হয়ে গেছে কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরেই চাঁদকে ছুঁয়ে ফেলবে চন্দ্রযান, কোথায় দেখবেন লাইভ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল