TRENDING:

Chandrayaan-2: দেশের গর্ব! আজ দুপুরে চাঁদে পাড়ি দেবে ভারত

Last Updated:

চন্দ্রযান ২ উত্‍‌ক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷ অন্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন৷ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ২৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীহরিকোটা:  ২০ ঘণ্টার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে রবিবারই সন্ধে ৬টা ৪৫ মিনিটে৷ আজ ঠিক দুপুর ২ টো ৪৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান ২৷ মহাকাশ বিজ্ঞানে ইতিহাস লিখবে ভারত৷ গত ১৫ জুলাইয়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এ বার একেবারে আঁটঘাট বেঁধে নামছে ইসরো৷ GSLV মার্ক থ্রি রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা হবে চন্দ্রযান ২৷ ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম। ৪৩.৪৩ মিটারের GSLV মার্ক থ্রি ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট৷
advertisement

চন্দ্রযান ২ উত্‍‌ক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷ অন্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন৷ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ২৷ গত ১৫ জুলাইয়ের উত্‍‌ক্ষেপণ বাতিল হওয়ার পর সোমবার ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট GSLV মার্ক থ্রি পাড়ি দেবে চাঁদে৷ সোশ্যাল মিডিয়ায় মিশনের লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেছে ইসরো৷ রকেট যদি সোজা সরাসরি ওড়ে, তাহলে তিন থেকে ৪ দিন মতো সময় লাগে চাঁদের কক্ষপথে ঢুকতে৷ কিন্তু ইসরো-র কাছে Saturn V-র মতো ওতটা শক্তিশালী রকেট নেই৷ GSLV Mk-III রকেট ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট৷ টানা ১৪ দিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের তথ্য হাতে পাবে ইসরো। কাজ শেষ করতে হবে ১৪ দিনেই, কারণ পৃথিবীর সাড়ে ১৪ দিন চাঁদের একদিনের সমান। আর ওই সময়টুকুই সোলার সেল সক্রিয় থাকবে স্বয়ংক্রিয় দুই যানের।

advertisement

ইসরো জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রথম ১৭ দিন থাকবে GSLV Mk-III৷ আরও শক্তি বাড়িয়ে তারপর চাঁদের কক্ষপথে ঢুকবে৷ সব মিলিয়ে ৫৪ দিন লাগবে চন্দ্রযান ২-এর চাঁদের মাটিতে ছুঁতে৷ ৬ সেপ্টেম্বরের বদলে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমকে নামবে চন্দ্রযান। অভিযান ৭ দিন পিছলেও বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের বুকে নামা পিছোচ্ছে মাত্র ১ দিন। টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধান করবে চাঁদের মাটির রহস্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan-2: দেশের গর্ব! আজ দুপুরে চাঁদে পাড়ি দেবে ভারত