TRENDING:

বিজেপিকে রুখতে চন্দ্রবাবুর অস্ত্র হতে চলেছে কংগ্রেস !

Last Updated:

তেলেঙ্গানায় সর্ব শক্তি দিয়ে ঝাঁপাতে ও মোদি বিরোধী অস্ত্রে শান দিতে বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমরাবতী: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির অধ্যক্ষ এন চন্দ্রবাবু নাইডু ৷ আস্তে আস্তে ঘুঁটি সাজাচ্ছেন কয়েক মাস পরেই লোকসভা ও বিধানসভা ভোট অন্ধ্রপ্রদেশে ৷ তবে তার আগেই ডিসেম্বরের ৭ তারিখে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ তেলেঙ্গানায় সর্ব শক্তি দিয়ে ঝাঁপাতে ও মোদি বিরোধী অস্ত্রে শান দিতে বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসবেন ৷
advertisement

সূত্রের খবর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন আসন্ন ৷ টিআরএস প্রধান কে.চন্দ্রশেখর রাওকে পরাস্থ করতে কংগ্রেসের সঙ্গে বহু পুরনো শত্রুতা ভুলিয়ে একযোগে নামতে চলেছে আসরে ৷ টিডিপি, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী রফা সূত্র খুঁজতে চলেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

টিডিপি সূত্রে খবর চন্দ্রবাবু নাইডু বিজেপি বিরোধীতায় সমান বিচার ধারা সম্পন্ন্ দলগুলিকে একই ছাতার তলার আনার প্রক্রিয়া শুরু করেছেন ৷ রাহুল গান্ধি ছাড়া দিল্লিতে চন্দ্রবাবু মায়াবতী, শরদ যাদব, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকও করতে চলেছেন ৷ লক্ষ্য যে করেই হোক এনডিএর বিরুদ্ধে জয় হাসিল করা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপিকে রুখতে চন্দ্রবাবুর অস্ত্র হতে চলেছে কংগ্রেস !