TRENDING:

মদ্যপ যাত্রীকে গাড়িতে তুলতে শাস্তি হবে ট্যাক্সি ড্রাইভারের ! নতুন বিল আনবে কেন্দ্র

Last Updated:

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ ! এই আইন মোটামুটি সবার জানা রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরল: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ ! এই আইন মোটামুটি সবার জানা রয়েছে ৷ তবে যাত্রী যদি মদ্যপ হয়, তাহলেও তার খেসারত ভরতে হবে ট্যাক্সি ড্রাইভারকে ! হ্যাঁ, কেন্দ্র এবার আনতে চলেছে এরকমই এক আইন ৷ যেখানে মদ্যপ যাত্রীকে ট্যাক্সিতে তুললে, পুরো দোষ গিয়ে পড়বে ট্যাক্সি ড্রাইভারের উপরে !
advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, মোটর ভেইকাল আইন ২০১৭- অনুযায়ী ড্রাইভার তাঁর যাত্রী সম্পর্কে একেবারেই অবগত থাকবে, যে যাত্রী কোনওরকম মাদক বা নেশাগ্রস্ত রয়েছেন কিনা ৷ এক্ষেত্রে কোনওরকম দুর্ঘটনা ঘটলে সম্পুর্ণ দায়ী হবে গাড়িচালক ৷

কেরলের মোটর ভেইকাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভি সুরেশ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘মোটর ভেইকাল আইনের নতুন নিয়ম অনুযায়ী, ট্যাক্সিচালককে তাঁর যাত্রী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে ৷ যাত্রী কোনওরকম নেশাগ্রস্ত আছেন কিনা বা কতটা নেশা করে আছেন, কী অবস্থায় আছেন সব কিছু সম্পর্কেই ধারণা রাখতে হবে ট্যাক্সিচালককে ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই নতুন নির্দেশের উদ্দেশ্যই হল, মোটর আইনকে আরও আধুনিক করা ৷ যাত্রী সুরক্ষার প্রতি আরও নজর দেওয়া ৷ পথ দুর্ঘটনাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা ৷ রাজ্যসভায় বিশেষ কমিটি গঠনের মধ্যে দিয়েই এই নতুন বিল নিয়ে আলোচনা চলছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মদ্যপ যাত্রীকে গাড়িতে তুলতে শাস্তি হবে ট্যাক্সি ড্রাইভারের ! নতুন বিল আনবে কেন্দ্র