TRENDING:

বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের বর্ষপূর্তির ঠিক আগেই ফের বাতিল নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ বাতিল ৫০০ ও ১০০০-এর নোট এখনও কারোর কাছে থাকলে তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র ৷
advertisement

সুধা মিশ্র নামে এক মহিলার দায়ের করা মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এই অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে বাতিল নোট জমা দিতে না পারায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা ১৪ জন আবেদনকারীকে সাংবিধানিক বেঞ্চে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত ৷

এর আগে কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে জানায়, ৩১ মার্চ ২০১৭-এর পর বাতিল নোটে লেনদেনে চার বছরের জেল ও বাতিল নোটের পাঁচগুণ জরিমানা হবে ৷

advertisement

সময়সীমা শেষ হয়ে গেলেও অনেকেই রয়েছেন যাদের কাছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট রয়ে গিয়েছে ৷ প্রবীণ নাগরিকরা অনেকেই ব্যাঙ্কে লম্বা লাইন দিয়ে বদলাতে পারেননি নোট ৷ বিভিন্ন কারণে এরকম অনেকেই রয়েছেন যাদের কাছে ৫০০ ও ১০০০ টাকার নোট রয়ে গিয়েছে ৷ কেন্দ্রের অর্ডিন্যান্সের ফলে বিপদে পড়েছিলেন অনেকে ৷

advertisement

তেমনি এক বিপদগ্রস্থ নাগরিক হলেন সুধা মিশ্র ৷ নোট বাতিলের সময় তিনি গর্ভবতী ছিলেন ৷ ২০১৬ সালের ৪ নভেম্বর তাঁর সন্তান জন্ম নেন ৷ শিশু জন্ম নেওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন সুধা ৷ অসুস্থতার কারণে নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বাতিল নোট তিনি জমা দিতে পারেননি ৷ তাঁর কাছে রয়ে যাওয়া বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোট গুলি জমা দেওয়ার জন্য তিনি দ্বারস্থ হন শীর্ষ আদালতের ৷ তিনি আবেদন করেন, কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে বাতিল নোট জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই মামলার শুনানিতেই এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাতিল নোট জমা দিতে না পারার জন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের