TRENDING:

Manipur | Amit Shah: হিংসার শিকড় সন্ধানে প্যানেল, রয়েছে আর্থিক সাহায্যও, মণিপুরে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা অমিত শাহের

Last Updated:

এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মণিপুর: মণিপুরে হিংসার কারণ খুঁজতে বিশেষ প্যানেল তৈরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তরী অমিত শাহ৷ প্যানেলের শীর্ষে রাখা হয়েছে একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে৷ এছাড়াও, হিংসার সঙ্গে জড়িত ৬টি মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে৷
advertisement

বর্তমানে চারদিনের মণিপুর সফরে রয়েছেন অমিত শাহ৷ গত বুধবার তিনি উপদ্রুত এলাকার মানুষের সঙ্গেও সরাসরি কথা বলেন৷ পরিস্থিতি বুঝতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে হয় হাই প্রোফাইল বৈঠক৷ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘‘সিবিআই ঘটনার তদন্ত করবে৷ কেন্দ্রের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া এগোবে৷ আমি সকলকে আশ্বাস দিচ্ছি যে, হিংসার শিকড় সন্ধানে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই তদন্ত করা হবে৷’’

advertisement

আরও পড়ুন: জুনেই লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে পর পর মোদি-শাহ-নাড্ডার মেগা শো

এছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হিংসায় নিহতদের পরিবারকে কেন্দ্র এবং রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অর্থনৈতিক সাহায্য করা হবে৷ শাহ বলেন, ‘‘৩০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হবে কেন্দ্রের তরফে৷ কুকি এলাকায় আরও চিকিৎসক পাঠানো হবে৷ ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে পঠনপাঠন এবং পরীক্ষার ব্যবস্থা করা হবে৷’’

advertisement

মণিপুরে সাম্প্রতিক এই অশান্ত অবস্থার সূত্রপাত গত ৩ মে৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) স্টেটাস দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরেই যাবতীয় অশান্তি৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত ৩ মে ‘Tribal Solidarity March’-এর আয়োজন করা হয় মণিপুরের নাগরিকদের একাংশের তরফে৷ সেই থেকেই অগ্নিগর্ভ উত্তরপূর্বের এই শান্ত রাজ্য৷

advertisement

আরও পড়ুন: পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট

এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশই মেইতেই সম্প্রদায়ের৷ তাঁরা মূলত, ইম্ফল উপত্যকার বাসিন্দা৷ অন্যদিকে, নাগা, কুকির মতো উপজাতির প্রতিনিধিরা মূলত বসবাস করেন পার্বত্য এবং অরণ্য অধ্যুষিত এলাকায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur | Amit Shah: হিংসার শিকড় সন্ধানে প্যানেল, রয়েছে আর্থিক সাহায্যও, মণিপুরে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল