TRENDING:

১২ বছরের থেকে ছোট শিশুকে ধর্ষণের শাস্তি মৃত্যু, অর্ডিন্যান্স পাস কেন্দ্রীয় মন্ত্রিসভায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিশুধর্ষণে অভিযুক্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে এবার পকসো আইন বদল আনার পথে আরও এক কদম এগোল কেন্দ্রীয় সরকার। আজ শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ নিয়ে একটি অর্ডিন্যান্স পাস হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ১২ বছরের নীচের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে ৷ এ দিন প্রধানমন্ত্রীর বাসভবনে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় ৷
advertisement

জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে পকসো আইনে নির্দিষ্ট পরিবর্তন আনার জন্য চেষ্টা সংসদে সম্মতি পাওয়ার চেষ্টা চালানো হবে ৷ কাঠুয়া গণধর্ষণকাণ্ডে এখনও তোলপাড় গোটা দেশ। তারই মাধ্যেই গত সপ্তাহে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী বলেছিলেন, শিশুদের ধর্ষণে দোষীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সেই দাবি মেনে পকসো আইনেও বদল আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফ্রেজারগঞ্জ নিয়ে বিরাট পরিকল্পনা, দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন নতুন গন্তব্যে
আরও দেখুন

০ থেকে ১২ বছরের শিশুদের যৌন নির্যাতন থেকে রুখতে ২০১২ সালে পকসো আইন প্রণয়ন করা হয়। বর্তমান আইন অনুযায়ী, ১২ বছরের নীচের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ যাবজ্জীবন থেকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া আছে। এবার তাতেই বদল আনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিল কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দাবি, এই আইনকে অনেক বেশি কঠিন ও কঠোর করা প্রয়োজন। এর ফলে শিশুদের ওপর অত্যাচার চালানোর আগে দু'বার ভাববে অপরাধীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১২ বছরের থেকে ছোট শিশুকে ধর্ষণের শাস্তি মৃত্যু, অর্ডিন্যান্স পাস কেন্দ্রীয় মন্ত্রিসভায়