TRENDING:

Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র

Last Updated:

বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহিতেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা ২৫৷ যদিও এখনও এই ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ বৃহস্পতিবার সংসদে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

বিভিন্ন দেশে মতো কতজন ভারতীয় জেলবন্দি হয়ে রয়েছেন এবং বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি জানান, বিদেশে জেলবন্দি মোট ভারতীয়ের সংখ্যা ১০,১৫২ জন৷ এর মধ্যে বিচারাধীন বন্দিরাও রয়েছেন৷

কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিদেশে বসবাসকারী সব ভারতীয়ের নিরাপত্তার পাশাপাশি তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখে কেন্দ্রীয় সরকার৷ বিদেশি রাষ্ট্রের জেলে বন্দি ভারতীয়দের ক্ষেত্রেও এই একই নীতি অবলম্বন করা হয়৷ তিনি আরও জানান, এমন আটটি দেশ রয়েছে যেখানে বেশ কিছু ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি৷

advertisement

এই তালিকায় সবার উপরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি৷ সেখানে ২৫ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ সৌদি আরবে রয়েছেন ১১ জন, মালয়েশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইয়েমেন, ইন্দোনেশিয়া, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১ জন৷ মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এবং অন্যান্য বিচারাধীন জেলবন্দি ভারতীয়দের বিদেশের মাটিতেও আইনি সহায়তা সহ সব রকম সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে করা হয় বলেই মন্ত্রীর দাবি৷

advertisement

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে সৌদি আরব এবং কুয়েতে ৩ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে৷ জিম্বাবোয়েতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ ২০২৩ সালে কুয়েত এবং সৌদি আরবে ৫ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ মালয়েশিয়াতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয় ওই বছর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মন্ত্রী জানিয়েছেন, কতজন ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি সেই তথ্য জানায় না৷ তবে অসমর্থিত সূত্রে ভারত সরকার জানতে পেরেছে, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর হয়নি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল