ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে কর্মীবর্গ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ পার্সোনেল৷ সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে অন্তত ১৫ দিন ওয়ার্ক ফ্রম করবে৷ খসড়া প্রস্তাবে লেখা, কাজের জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার পরিমাণ কমাতে হবে৷
advertisement
এর জন্য প্রতিটি ডিপার্টমেন্টে ই-অফিস চালু করতে চলেছে কর্মীবর্গ মন্ত্রক৷ ৭৫টি মন্ত্রক ইতিমধ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে৷ ৫৭টি মন্ত্রক তাদের ৮০ শতাংশ কাজ করছে ই-অফিসে৷ প্রস্তাবে বলা হয়েছে, একটি স্তরের অফিসারদের ভিপিএন দেওয়া হোক, যাতে তাঁরা কোনও সুরক্ষিত নেটওয়ার্কে ইলেক্ট্রনিক ফাইলগুলি দেখতে পারেন৷ এখনও পর্যন্ত ভিপিএন-এর সুবিধা সহ-সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের রয়েছে৷
এ ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টিও চিন্তার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে বলা আছে, ক্লাসিফায়েড ফাইলের ইন্টারনেটে কোনও ভাবেই দেখা যাবে না৷ তাই কর্মীবর্গ মন্ত্রকের বক্তব্য, ক্লাসিফায়েড ফাইল নিয়ে যাঁদের কাজ করতে হয়, তাঁরা অফিসেই কাজ করবেন৷ বাড়িতে নয়৷
