বর্তমানে সাংসদদের বেতন মাসিক ১ লক্ষ টাকা৷ সেই বেতন বেড়ে হচ্ছে মাসিক ১ লক্ষ ২৪ হাজার টাকা৷ সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা থেকে বেড়ে হল ২৫০০ টাকা৷
আরও পড়ুন: আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, বিচারপতির তিন প্রশ্নের মুখে সিবিআই! কেস ডায়ের তলব হাইকোর্টের
প্রাক্তন সাংসদদের পেনশনের পরিমাণও বাড়ানো হয়েছে৷ মাসিক ২৫ হাজার টাকার বদলে এবার থেকে ৩১ হাজার টাকা করে পেনশন পাবেন প্রাক্তন সাংসদরা৷ পাঁচ বছরের বেশি যাঁরা সাংসদ ছিলেন, তাঁরা অতিরিক্ত প্রত্যেক বছরের জন্য আরও ২৫০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন৷ এতদিন এই পরিমাণ ছিল ২০০০ টাকা৷
advertisement
শেষ বার ২০১৮ সালে বর্তমান এবং প্রাক্তন সাংসদদের বেতন এবং পেনশন বেড়েছিল৷ বেতনের বাইরেও বর্তমান সাংসদরা অফিস এবং কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স পান৷ এ ছাড়াও প্রতি বছরে ৩৪ বার দেশের মধ্যে বিমানে বিনামূল্যে যাতায়াত করতে পারেন সাংসদ এবং তাঁদের পরিবারের সদস্যরা৷ ট্রেনের প্রথম শ্রেণিতেও ব্যক্তিগত অথবা সরকারি কাজে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পান সাংসদরা৷ সড়কপথে যাতায়াত করলে পান জ্বালানির খরচ৷
এর পাশাপাশি বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান সাংসদরা৷ সাংসদ থাকাকালীন বিনামূল্যে দিল্লিতে বাড়ি পান তাঁরা৷ সিনিয়রিটি অনুযায়ী সাংসদদের বাংলো, অ্যাপার্টমেন্ট, হস্টেলে থাকার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার৷